আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড মওকুফ
৩ সেপ্টেম্বর ২০২৪জুলাইয়ের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আবু ধাবির ফেডারেল আপিল কোর্ট৷ বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়ায় এই দণ্ড দেয়া হয়েছিল৷ ৫৭ জনের মধ্যে তিন জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের জেল আর একজনকে অবৈধভাবে আরব আমিরাতে থাকায় এক বছর অতিরিক্ত কারাদণ্ড দেয়া হয়েছে।
প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্তদের দণ্ড মওকুফ ও ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে৷
প্রেসিডেন্টের নির্দেশনার প্রেক্ষিতে দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি দণ্ড বাস্তবায়ন স্থগিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি তিনি আরব আমিরাতে বসবাসরতদের দেশটির আইন মেনে চলতে আহ্বান জানিয়েছেন৷
এর আগে গত ২৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান৷ এ সময় নতুন সরকারের দায়িত্ব নেয়ায় ইউনূসকে তিনি অভিনন্দন জানান৷
সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার৷ বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি এর তথ্য অনুযায়ী, ২০০৪ সালে থেকে ২১ লাখ ৫৭ হাজার বাংলাদেশি কাজের জন্য দেশটিতে পাড়ি জমিয়েছেন৷ গত অর্থবছরে ৪৬০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন আরব আমিরাতে বসবাসরত প্রবাসীরা৷
এফএস/জেডএইচ (রয়টার্স, ডাব্লিউএএম)