আরজি কর: প্রতিবাদ মিছিলে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা
মেয়েদের রাত দখলের লড়াইয়েও ছিলেন অভিনেতা, পরিচালকরা। এবার আরজি কর নিয়ে ন্যায় চেয়ে তারা প্রতিবাদ মিছিল করলেন।
খান্না থেকে মিছিল শুরু
প্রথমে টালিগঞ্জের স্টুডিওতে সমবেত হয়েছিলেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা। তারপর বাসে করে আসেন খান্না সিনেমায়। শুরু হয় আরজি কর অভিমুখে প্রতিবাদ মিছিল। একটা সময় বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই মিছিল চলতে থাকে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পুলিশ তাদের থামিয়ে দেয়।
মিছিলে সামিল আবির চট্টোপাধ্যায়
আবির চট্টোপাধ্যায় ছিলেন সেই মিছিলে। বললেন, ''আমরা সকলে মিলে একটা প্রতিবাদ জানাতে চেয়েছি। সেজন্যই মিছিলে সকলে সামিল হয়েছি।''
ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়
শাশ্বত চট্টোপাধ্যায়কে মিছিলে হাঁটতে দেখা দেয়। খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত হেঁটে যান শাশ্বতরা। মিছিলে একটাই স্লোগান ছিল, 'সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর'।
ছিলেন অঞ্জন দত্ত
বর্ষীয়ান অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্তও মিছিলে হেঁটেছেন। আরজি কর নিয়ে প্রথম থেকেই সোচ্চার অঞ্জন দত্ত। এর আগে আরজি করে অপর্ণা সেনকে যখন 'চটিচাটা' বলে বিদ্রুপ করা হয়েছিল, তখন অঞ্জন তার প্রতিবাদও করেছিলেন।
পরমব্রত যা বললেন
মিছিল শ্যামবাজারে পৌঁছাবার পর পুলিশ তা আটকে দেয়। সেখানেই পরমব্রত বলেন, ''রাতের বেলায় নারীর নিরাপত্তার দায়িত্ব কার? অবশ্যই প্রশাসনের।'' সম্প্রতি সরকার একটি নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, মেয়েদের কম করে নাইট ডিউটি দেয়া হবে। পরমব্রত অন্যত্র বলেছেন, ''মেয়েরা নাইট ডিউটি করতে পারবেন না, ইয়ার্কি হচ্ছে নাকি?''
ছিলেন কৌশিক ও ঋদ্ধি সেন
মিছিলে পা মিলিয়েছেন কৌশিক, রেশমি ও ঋদ্ধি সেন। কৌশিকরা অবশ্য এক সপ্তাহ আগেই পথে নেমেছিলেন। তিনি জানিয়েছিলেন, মেডিক্যাল কলেজের পড়ুয়ারা রেশমি সেনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মানবিকতার খাতিরে অসুস্থতা সত্ত্বেও রেশমি রাজি হন। কৌশিক, ঋদ্ধিরাও তাতে যোগ দিয়েছিলেন। রোববারের প্রতিবাদেও দেখা গেল তাদের।
ছিলেন বহু তারকা
এছাড়াও বহু তারকা মিছিলে সামিল হন। তাদের মধ্যে ছিলেন জিতু কমল, সৌরসেনী মৈত্র, রূপাঞ্জনা মিত্র, বিশ্বনাথ চক্রবর্তী, শুভশ্রী, রাজ চক্রবর্তী, পাওলি দাম, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী-সহ আরো অনেকে। পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের মা মারা গেছেন। শেষকৃত্যের পর তিনি, চূর্ণী ও উজান গঙ্গোপাধ্যায় টলিগঞ্জের স্টুডিওতে গেছিলেন সমর্থন ও সহমর্মিতা জানাতে।