আরজি করে সিআইএসএফ কর্তারা, খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা
আরজি করের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের হাতে নেয়ার প্রক্রিয়া শুরু করলো কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর
মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আরজি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ। বুধবার সকাল নয়টা নাগাদ সিআইএসএফের ডিআইজি কুমার প্রতাপ সিং আরজি করে আসেন। তার সঙ্গে ছিলেন বাহিনীরআরো উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা পুরো আরজি কর ঘুরে দেখেন। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
কলকাতা পুলিশের সঙ্গে
আরজি করের সুরক্ষার ভার এতদিন ছিল পুলিশের হাতে। সিআইএসএফ কর্তা যখন হাসপাতালে আসেন, তখন কলকাতা পুলিশের ডিসি কমব্যাট কানোয়ার ভূষণ সিং সেখানে ছিলেন। তার সঙ্গে বৈঠক করেন কুমার প্রতাপ সিং। তারা একসঙ্গে পুরো হাসপাতাল ঘুরে দেখেন।
জরুরি বিভাগের ভিতরে
সিআইএসএফের কর্মকর্তারা জরুরি বিভাগের ভিতরে ঘুরে দেখেন। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের পরের দিন দুষ্কৃতীরা এখানে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। সেই অবস্থায় থাকা জরুরি বিভাগ ঘুরে দেখেন তারা।
সেমিনার রুম-সহ বিভিন্ন জায়গায়
যে সেমিনার রুমে চিকিৎসকের দেহ পাওয়া গেছিল, সেখানেও সিআইএসএফ কর্তারা যান। তারা পুরো হাসপাতাল ঘুরে দেখেন। লিফট-সহ বিভিন্ন জায়গার অবস্থা খতিয়ে দেখেন। প্রতিটি ঢোকা ও বেরোনোর জায়গা দেখেন। ঘণ্টা কয়েক ধরে সবকিছু খতিয়ে দেখে ও হাসপাতাল ও পুলিশের সঙ্গে আলোচনার পর তারা চলে যান।
নিরাপত্তার খুঁটিনাটি
তারা হাসপাতালের ম্যাপ দেখেন, বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গেও কথা বলেন। এই হাসপাতালের নিরাপত্তার জন্য কতজন সিআইএসএফ জওয়ান লাগবে, সেটা বোঝার জন্য সব খুঁটিনাটি বিষয় দেখেন। এই সব বিষয় ঠিক করার পরই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে সিআইএসএফ।
নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে
সিআইএসএফ কর্তারা যেভাবে সব জায়গায় গেছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেছেন, তাতে একটা বিষয় স্পষ্ট, কেন্দ্রীয় এই আধা সামরিক বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে চায়। সিআইএসএফ বিমানবন্দর, পার্লামেন্টের নিরাপত্তার দায়িত্বে আছে। তাই কীভাবে নিরাপত্তা দিতে হবে, তা তাদের জানা।
যা বললেন কুমার প্রতাপ সিং
সাংবাদিকদের কুমার প্রতাপ সিং বলেছেন, তারা যে কাজে এসেছেন, তা শেষ না করে কিছু বলতে পারবেন না। কাজ শেষ হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, ''আমরা বুঝতে পারছি, সাংবাদিকরা নিজেদের কাজ করছেন, আমরাও আমাদের কাজ করছি।''