1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Niederlande | Eröffnung der Vermeer-Ausstellung im Rijksmuseum
ছবি: John Thys/AFP/Getty Images
সমাজনেদারল্যান্ডস

আমস্টারডামের বিখ্যাত মিউজিয়ামের বাড়তি চমক

১৬ মার্চ ২০২৩

মিউজিয়ামে গেলে মানুষ প্রদর্শনীর দিকেই মনোযোগ দেয়৷ মিউজিয়াম ভবনের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে মাথা ঘামানোর সময় থাকে না৷ আমস্টারডামের বিখ্যাত মিউজিয়ামের নানা অভিনব বৈশিষ্ট্য সত্যি বিস্ময়কর৷

https://p.dw.com/p/4Onts

শিল্প ইতিহাসবিদ হিসেবে পেটার ভাগেমাকার্স আমস্টারডামের রাইক্সমিউজিয়াম সম্পর্কে পাঁচটি অপ্রত্যাশিত বিষয় তুলে ধরেন৷ প্রথমত মিউজিয়ামের মধ্য দিয়ে একটা সড়ক চলে গেছে৷ সেটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি বলেন, ‘‘এটা সাইকেলের ট্র্যাক, যা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে৷ আমার মতে এটাই একমাত্র মিউজিয়াম, যার মধ্য দিয়ে সাইকেলের পথ চলে গেছে৷ ব্যাপারটা একটু মজার বটে, কারণ মিউজিয়ামের মধ্যে সাইকেলের প্রয়োজন হয় না৷ তবে সাইকেলে চেপে মিউজিয়ামের ভেতর দিয়ে যাওয়া যায়৷''

সাইকেল-পাগল দেশ নেদারল্যান্ডসে সেই ট্র্যাক বন্ধ করার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে৷

১৮৮৫ সালে মিউজায়মটির উদ্বোধন হয়৷ সেখানে নেদারল্যান্ডসের প্রায় ৮০০ বছরের ইতিহাস ও শিল্পের দুর্লভ নিদর্শন শোভা পাচ্ছে৷ রেমব্রান্ট ও ইয়ান ফ্যারমেয়ারের মতো বিখ্যাত শিল্পীর অনেক তৈলচিত্র সেখানে দেখা যায়৷

আরেকটি ঘটনার কথা অনেকেই জানেন না৷ বহুকাল ধরে মিউজিয়ামের ঘরগুলির দেওয়ালে সাদা রং ছিল৷ পেটার ভাগেমাকার্স জানান, ‘‘আজ যেমনটা দেখা যাচ্ছে, বিংশ শতাব্দীতে তেমনটা আর ছিল না৷ এখানকার একটি ঘর অবিকল ১৮৮৫ সালের মতো সাজানো হয়েছে৷ বিংশ শতাব্দীতে বলা হয়েছিল, বিচ্যুতি বলে সেটা সরিয়ে ফেলতে হবে৷ কারণ সে ক্ষেত্রে মানুষের নজর শিল্পের উপর পড়বে না৷ শিল্পকর্ম দেখানোর সময় ডেকোরেশন বা সজ্জা চলবে না৷ আর এটা শুধুই সজ্জা৷ যে মেঝে দেখা যাচ্ছে, সেটা সুন্দর বলে সরিয়ে ফেলা হয়েছিল৷ সেখানে কাঠ বিছিয়ে দেওয়া হয়েছিল৷''

মিউজিয়ামের মধ্যে সাইকেলের পথ

প্রায় দশ বছরের সংস্কারের পর ২০১৩ সালের শুরুতে গোটা ভবনটি আবার তার মৌলিক গৌরব ফিরে পেয়েছে৷ লোকচক্ষুর আড়ালে একটি ঘরে লাইব্রেরি রয়েছে৷ ভাগেমাকার্স বলেন, ‘‘এই গ্রন্থাগার আগের অবস্থাতেই রয়েছে৷ বেশি পরিবর্তন করা হয় নি৷ সিঁড়ি ও সিলিং দেখলে তা স্পষ্ট হয়ে যায়৷ ঊনবিংশ শতাব্দীতে যেমন ছিল, সেরকমই রয়ে গেছে৷ সেটা খুব সুন্দর৷ এখানে ইতিহাস অনুভব করা যায়৷''

মিউজিয়ামের সংগ্রহের সবচেয়ে বিখ্যাত বস্তুর মধ্যেও অপ্রত্যাশিত রহস্য লুকিয়ে রয়েছে৷ পেটার ভাগেমাকার্স জানালেন, ‘‘এটা হলো ‘নাইট ওয়াচ'৷ তবে এই ছবিটি কিন্তু শতভাগ খাঁটি নয়৷ অষ্টাদশ শতাব্দীতে একটি অংশ কেটে নেওয়া হয়েছিল৷ সেটিকে আমস্টারডামের টাউন হলে নিয়ে যাওয়া হয়েছিল৷ দেওয়ালে টাঙানোর পর কারও মনে হয়েছিল, ঠিকমতো খাপ খাচ্ছে না৷ আরও একটা জিনিস দেখাই৷ এখানে দেখা যাচ্ছে, যে একটি টুকরো কেটে নেওয়া হয়েছে৷ সেটা কোনো ছোট অংশ নয়, প্রায় ৩৩ সেন্টিমিটার বড়৷ উপরেও কিছু অংশ কেটে বাদ দেওয়া হয়েছে৷ ডানদিকে সামান্য অংশ ও নীচেও কিছুটা বাদ দেওয়া হয়েছে৷ অর্থাৎ এখন যেটুকু দেখা যাচ্ছে, সেটা রেমব্রান্টের আঁকা সম্পূর্ণ চিত্র নয়, বড়জোর ৮০ শতাংশ অবশিষ্ট রয়েছে৷''

‘নাইট ওয়াচ' মিউজিয়ামের গোপন দরজার অন্যতম কারণ৷ সেই কারণ ব্যাখ্যা করে পেটার ভাগেমাকার্স বলেন, ‘‘এখানে যা দেখা যাচ্ছে, তা লোহা৷ ইটও চোখে পড়ছে৷ কিন্তু লোহার তৈরি এই আর্কই আসলে গোপন দরজা৷ প্রায় জেমস বন্ড চলচ্চিত্রের মতো৷ সেটি খুলে তার মধ্যে ‘নাইট ওয়াচ' চালান করা যায়৷ ‘নাইট ওয়াচ' ওপরে রয়েছে৷ এখানে একটা ট্রাক দাঁড়িয়ে রয়েছে৷ চিত্রটি না মুড়ে গোটা অবস্থায় নীচে নামিয়ে প্রয়োজনে অন্য কোথাও পাঠানো সম্ভব৷''

মাত্র দুই বার সেই সুযোগের সদ্ব্যবহার করা হয়েছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এবং বড় সংস্কারের সময়ে ছবিটি সরানো হয়েছিল৷ সাধারণত মিউজিয়ামের সম্পদ সবার জন্যই উন্মুক্ত থাকে৷

২০২২ সালের জাদুঘর

হেনড্রিক ভেলিং/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সিপিডির গবেষণায় বলা হয়েছে, সাধারণ মধ্যবিত্ত পরিবারকে এখন তাদের মোট আয়ের ৬০ শতাংশ ‘সাধারণ’ খাদ্যের পিছনে খরচ করতে হয়

চার সদস্যের খাবার খরচ মাসে ২২ হাজার টাকা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান