dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
বন্ধুরা, বুধবার আমাদের অনুষ্ঠানেই যেমন শুনেছেন, ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় এবারের বিজয়ী বাংলাদেশের আবু সুফিয়ান৷ সীমানাবিহীন সাংবাদিক ক্যাটেগরিতে আরো দশটি ভাষার সঙ্গে লড়াই করে জিতেছেন ব্লগার সুফিয়ান৷