1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Rollstuhlfahrer Student Park
ছবি: Fotolia/D. Ott

হাঁটতে শেখায় ‘রোবট-সুট’

ক্লাউস ডয়সে/আরবি
৮ ডিসেম্বর ২০১৩

জার্মানিতে প্রবীণদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চিকিত্সা ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির উন্নয়নও বেড়ে যাচ্ছে৷ ফুলেফেঁপে উঠছে এই সব সামগ্রীর বাজারও৷

https://p.dw.com/p/1AUfh

জার্মানি ও জাপানের যৌথ উদ্যোগে গঠিত বখুমের একটি প্রতিষ্ঠান ‘সাইবারডিন কেয়ার রোবটিকস গেএমবেহা' স্নায়ুচালিত একটি রোবট বাজারে ছেড়েছে সম্প্রতি৷ অত্যাধুনিক এই রোবট-সুটটি পক্ষাঘাতগ্রস্ত রোগীদের নড়াচড়ায় সাহায্য করতে পারে৷ শেখাতে পারে হাঁটতে৷ প্রতিষ্ঠানের টিমে রয়েছেন চিকিৎসক, থেরাপিস্ট, ও প্রযুক্তি-কারিগর৷

জাপানের বেশ কিছু ক্লিনিকে এই রোবট কাজে লাগানো হয়েছে৷ জাপানের বিজ্ঞানী ইয়োশিয়ুকি সানকাই যন্ত্রটি উদ্ভাবন করেছেন৷ ইউরোপের রোগীদের শারীরিক মাপের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কিছুটা পরিবর্তন করতে হয়েছে এটিকে৷ এজন্য বিশেষজ্ঞদের একটি টিম বেশ কয়েকমাস কাজ করেছেন৷

১৪ কিলোগ্রাম ওজনের এই সুটটিতে রয়েছে বেশ কিছু সেন্সর ও কম্পিউটার৷ বখুমের ব্যার্গমানসহাইল ইউনিভার্সিটি ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষার পর ইউরোপের বাজারে ছাড়া হয়েছে এটি৷

রোগীরা হাঁটতে শিখছেন

প্রথম দিকের রোগীদের মধ্যে ফিলিপ ফন গ্লিৎসিনস্কি একজন, যিনি এই রোবট-সুটটি দিয়ে ট্রেনিং নিচ্ছেন৷ এক দুর্ঘটনার পর তার শরীরের নিম্নাংশ অসাড় হয়ে পড়ে৷ হতে হয় হুইল চেয়ারের ওপর নির্ভরশীল৷ ৩৫ বছর বয়স্ক এই স্থপতি এখন অত্যাধুনিক এই প্রযুক্তির সাহায্যে হাঁটতে শিখছেন একটু একটু করে৷ ‘‘এর মাধ্যমে রোগীকে হাঁটানো হয় না৷ বরং রোগী স্পন্দনের ফলে নিজেই হাঁটতে পারেন৷ একটা কিছু আবার অনুভব করা যায়,'' বলেন ফিলিপ৷

Philipp von Glyczinski querschnittsgelähmter Patient EINSCHRÄNKUNG
ফিলিপ ফন গ্লিৎসিনস্কি রোবট-সুটটি দিয়ে ট্রেনিং নিচ্ছেনছবি: Hoelken/GBRCI

রয়েছে বেশ কিছু সেন্সর

১৪ কিলোগ্রাম ওজনের এই সুটটিতে রয়েছে বেশ কিছু সেন্সর৷ এগুলি ত্বকের ওপর স্নায়ু সিস্টেমের স্পন্দন চিনতে পারে৷ নড়াচড়া করতে সাহায্য করে৷ রোগী নিতম্ব ও পায়ে জোর পান, হাঁটতেও পারেন৷ ‘‘মস্তিষ্ক একটি সংকেত পাঠায়, যা স্নায়ুপথে পেশিতে পৌঁছে,'' বলেন ক্লিনিকের পরিচালক টমাস শিল্ডহাউয়ার৷ সম্পূর্ণভাবে পক্ষাঘাতগ্রস্ত না হলে রোগীর পেশিতে কিছুটা স্পন্দন পাওয়া যায়৷ ত্বকের মাধ্যমে তা পরিমাপ করা যায়৷ কিছুটা ধরাও যায়৷ এই সংকেত রোবটের সাহায্যে উজ্জীবিত করলে নড়াচড়া করতে পারেন রোগী৷

অনেক রোগীকে সাহায্য করতে পারবে এই যন্ত্র

এই রোবট-সুট শুধুমাত্র পক্ষাঘাতে আক্রান্তদেরই নয়, পেশির রোগে আক্রান্ত, যেমন পার্কিনসন ও স্ট্রোকে আক্রান্ত রোগীদেরও সাহায্য করতে পারে৷

মস্তিষ্ক থেকে পাওয়া নির্দেশ অসুস্থ পেশি পূরণ করতে না পারলে অত্যাধুনিক এই যন্ত্র সাহায্যে এগিয়ে আসে৷ শিল্ডহাউয়ার বলেন, ‘‘রোবটের সাহায্যে ট্রেনিং দেওয়া হলে পেশির অবশিষ্ট কর্মক্ষমতা উজ্জীবিত ও সম্প্রসারিত করা সম্ভব৷ এছাড়া অনেকদিন ব্যবহার না করা মস্তিষ্কেও আসে ‘প্রাণে'র সঞ্চার৷ এর ফলে রোগী পুরানো অনেক অভ্যাস মনে করতে পারে৷ হাঁটতেও পারে৷''

মূল্য কম নয়

এক্ষেত্রে চিকিৎসকরা অসাধারণ অগ্রগতি লক্ষ্য করেছেন৷ যে সব রোগী আগে হুইল চেয়ারে চলাচল করতেন, তারা মাত্র মাস পাঁচেকের ট্রেনিং-এর পর ওয়াকার দিয়ে হাঁটতে পারেন৷ স্থপতি ফিলিপও ওয়াকার দিয়ে ১৫০ মিটার পর্যন্ত যেতে পারেন৷

বিভিন্ন ক্লিনিক ও রোগী পুনর্বাসন কেন্দ্র রোবট-সুট লিজ নিতে পারে৷ কেননা অত্যাধুনিক প্রযুক্তির মূল্যও কম নয়৷ জার্মানিতে দুই ঘণ্টার ট্রেনিং-এর জন্য ৫০০ ইউরো খরচ হয়৷ রোগীদের সপ্তাহে পাঁচদিন কমপক্ষে দুই ঘণ্টা করে ট্রেনিং নিতে হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

প্রশাসনের কর্মকর্তাদের কি ‘স্যার' ডাকতে হবে? এই বিতর্ক ২০২১ সালে শেষ হলেও রংপুরের ডেপুটি কমিশনারের আচরণে বিষয়টি আবারো সামনে এসেছে৷ সাবেক আমলা ও বিশ্লেষকরা মনে করেন, সরকারের উচিত এ ব্যাপারে নীতিমালা করে দেয়া৷

আবারো ‘স্যার' বিতর্ক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান