1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার শূন্য প্রবৃদ্ধিতে জার্মানি!

১৪ ফেব্রুয়ারি ২০২০

সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জার্মানির অর্থনীতি৷ ২০১৯ সালের প্রথম নয় মাসে প্রবৃদ্ধি শূন্য শতাংশে আটকে ছিল৷ আশা করা হয়েছিল শেষ তিনমাসে তা শূন্য দশমিক এক হবে৷ সে আশাও পূরণ হয়নি৷

https://p.dw.com/p/3XlzW
Der Wandel der Arbeitswelt in der Autoindustrie
ছবি: picture-alliance/dpa/O. Spata

শুক্রবার ২০১৯ সালের শেষ তিন মাসের প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান কর্তৃপক্ষ (ডেস্টাটিস)৷ সেখানে দেখা গেছে, গত বছর শুরুর নয় মাসের ধারা বজায় রেখে শেষ তিন মাসেও প্রবৃদ্ধি শূন্য শতাংশই ছিল৷

তবে আগের নয় মাসের চেয়ে প্রবৃদ্ধি খারাপ না হওয়াকেও এক অর্থে সাফল্যই বলা যায়৷ বার্তা সংস্থা এএফপিকে কেএফডাব্লিউ ব্যাংকিং গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ড. ফ্রাৎসি ক্যোলার-গেল্ব তা-ই বলেছেন৷ তার আশা, আগামী বসন্তে জার্মানির অর্থনীতিতে এ অবস্থা থেকে উত্তোরণের লক্ষণ দেখা যেতে পারে৷

ড. ফ্রাৎসি ক্যোলার-গেল্ব মনে করেন, করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের মন্দাভাব চলছে,  ‘‘অন্তত বছরের প্রথম চতুর্থাংশে চীনে মন্থরতার লক্ষণ দেখা যাচ্ছে৷ এটা করোনা ভাইরাসের প্রভাব৷ বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে৷  ''

এসিবি/ কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য