1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার মোদীর জোটে ফিরতে চলেছে বিজেডি

৭ মার্চ ২০২৪

১৫ বছর আগে এনডিএ ছেড়েছিল বিজেডি। এবার তারা আবার বিজেপি-র সঙ্গে হাত মেলাতে পারে, ফিরতে পারে এনডিএ-তে।

https://p.dw.com/p/4dFK6
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
বিজেপি-র সঙ্গে আবার জোটে যেতে পারেন নবীন পট্টনায়েক। ছবি: Hindustan Times/IMAGO

বুধবার ভুবনেশ্বরে বিজেডি এবং দিল্লিতে বিজেপি নেতাদের দীর্ঘ বৈঠক হয়েছে। দুই বৈঠকেই প্রধান আলোচ্য ছিল, বিজেপি-বিজেডি-র একসঙ্গে ভোটে লড়াই করা।

বিজেড়ি বা বিজেপি কেউই জোটের সরকারি ঘোষণা দেয়নি, তবে স্বীকার করেছে, জোট করা নিয়ে আলোচনা হয়েছে। বিজেডি-র সহ-সভাপতি দেবী প্রসাদ মিশ্র বলেছেন, ''আমরা ওড়িশার মানুষের স্বার্থে সিদ্ধান্ত নেব। বৈঠকে আমরা জোট নিয়ে আলোচনা করেছি।''

বিজেডি-র তরফ থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ''নবীন পট্টনায়কের নেতৃত্বে বৈঠকে আগামী লোকসভা ও বিধানভা নির্বাচনের কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, ২০৩৬ সালে ওড়িশা রাজ্য হিসাবে একশ বছরে পড়বে। ততদিনে আরো কিছু বড় কাজ শেষ করতে চান নবীন পট্টনায়ক। তাই বিজেডি ওড়িশার স্বার্থে, এখানকার মানুষের স্বার্থে যা দরকার হয়, সেটাই করবে।''

রাজ্যের বিজেপি নেতা জুয়েল ওঁরাও অন্য নেতাদের সঙ্গে নিয়ে বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। ওঁরাও জানিয়েছেন, ''জোট নিয়ে কথা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্ব চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।''

নির্বাচনী প্রচারে জে পি নাড্ডা।
বিজেপি সভাপতি জে পি নাড্ডার সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়েছে ওড়িশায় দলের নেতাদের। ছবি: Prabhakarmani Tewari/DW

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক একে অপরের কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

গত লোকসভা নির্বাচনে আলাদা লড়ে রাজ্যের ২১টি আসনের মধ্যে বিজেডি পেয়েছিল ১২টি ও বিজেপি আটটি আসন। ১৪৭ সদস্যের বিধানসভায় বিজেডি ১১২টি ও বিজেপি ২৩টি আসন পেয়েছিল।

এবার যে প্রাথমিক আলোচনা হয়েছে, তাতে ঠিক হয়েছে, জোট হলে বিজেডি বিধানসভায় বেশি আসনে লড়বে। বিজেপি লোকসভায় গতবারের জেতা আসনের থেকে বেশি আসনে লড়বে। দুই দলের নেতাদের দাবি, জোট হলে লোকসভায় তারা সবগুলি আসন জিততে পারবেন। আর বিধানসভায় তারা সিংহভাগ আসনে জিতবেন। ভারতে লোকসভায় বিজেপি-র আসনসংখ্য়া বাড়তে পারে। বিধানসভায় জিতলে আরো একটি রাজ্যে তারা জোটের শরিক হিসাবে ক্ষমতায় আসবে।

কংগ্রেসে শ্রীকান্ত জেনা

ওড়িশায় প্রবীণ নেতা শ্রীকান্ত জেনা আবার কংগ্রেসে যোগ দিয়েছেন। শ্রীকান্ত জেনা চারবার লোকসভায় ও তিনবার বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশ্বনাথ প্রতাপ সিং, দেবগৌড়া, গুজরাল এবং মনমোহন সিং মন্ত্রিসভার সদস্য ছিলেন। ২০১৯ সালে দলবিরোধী কাজের জন্য তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়। বুধবার তিনি আবার কংগ্রেসে যোগ দিয়েছেন। ওড়িশার দায়িত্বে থাকা কংগ্রেস নেতা অজয় কুমার বলেছেন, এর ফলে ওড়িশায় কংগ্রেস শক্তিশালী হবে।

জিএইচ/এসজি(এএনআই, এনডিটিভি)