1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আপনারা দায়িত্ব নেন, আমরা কারো সঙ্গে চুক্তি করব না: শেখ হাসিনা

১৯ জুন ২০১১

তেল-গ্যাস অনুসন্ধানে কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিদ্যুৎ ও গ্যাসের অভাব সত্ত্বেও অতীতে কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য তিনি তাদের সমালোচনা করেন৷

https://p.dw.com/p/11evc
Bangladesh ex-premier Sheikh Hasina Wajed hailed Wednesday her landslide election victory as a vote against "misrule" and urged her bitter rival, who has alleged rampant vote-rigging, to accept the result. Sheikh Hasina's Awami League won 231 out of a possible 300 seats in Monday's ballot, while the Bangladesh Nationalist Party of Khaleda Zia -- another former premier -- managed only 27 seats.*** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.’’
ছবি: Mustafiz Mamun

তেল-গ্যাস অনুসন্ধানে কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তির বিরোধিতাকারীদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘যারা এখন দেশপ্রেমের কথা বলছেন, দেশের কোনো সংকটেই তাদের পাওয়া যায় না৷ আমার চেয়ে কে বেশি দেশপ্রেমিক? আমার চেয়ে দেশের স্বার্থ নিয়ে কে বেশি চিন্তা করে?'' – এমন প্রশ্ন করেন প্রধানমন্ত্রী৷ শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিনিয়োগ বোর্ডের সদর দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন৷ চুক্তির বিরোধিতাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘‘আমরা যখন দেশের জন্য কাজ করছি, আপনারা তখন বিরোধিতা করছেন৷ যখন বিদ্যুৎ, গ্যাস ছিল না, তখন তো কিছু বলেননি৷'' শেখ হাসিনা আরও বলেন, ‘‘আপনারা গ্যাস-বিদ্যুতের দায়িত্ব নেন – আমরা কারো সঙ্গে চুক্তি করব না৷''

বঙ্গোপসাগরের দুটি ব্লক থেকে তেল-গ্যাস উত্তোলনের জন্য সরকার গত বৃহস্পতিবার কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি করে৷ তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে৷ চুক্তি বাতিলের দাবিতে ও নতুন চুক্তি না করতে আগামী ৩রা জুলাই ঢাকায় অর্ধদিবস হরতালও ডেকেছে তারা৷

প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিকে খুশি করতে হয়েছে, তাই দেশে কোন বিনিয়োগ আসেনি৷ কিন্তু দায়িত্ব পাওয়ার পর তার সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ এ জন্য বিনিয়োগ সংশ্লিষ্ট বিধি-বিধান শিথিল করার পাশাপাশি অবকাঠামো ও সেবা খাতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে৷

গৃহায়ন ও গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. খন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান ও বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদ৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

নতুন মজুরি বোর্ডে যদি শ্রমিকদের বেতন যৌক্তিকভাবে বাড়ানো হয় তাহলে পোশাকের দাম বাড়ানোতে আপত্তি নেই সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান