1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আপনারা নারীদের রক্ষা করতে পারেন না’

১৮ এপ্রিল ২০১৭

রাজ্যসভার সদস্য জয়া বচ্চন কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করেছেন এই বলে যে, এই সরকার গোরক্ষা করতে সক্ষম, কিন্তু মহিলাদের নয়৷ সঙ্গে ছিল মমতা ব্যানার্জির মাথার উপর বিজেপি সদস্যের পুরস্কার ঘোষণা নিয়ে তীব্র ভর্ৎসনা৷

https://p.dw.com/p/2bN8f
Amitabh Bachchan mit Frau Jaya Bachchan
জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনছবি: Strdel/AFP/Getty Images

সত্যজিৎ রায়ের ‘মহানগর', কিংবা ‘গুড্ডি'-র সেই শিশু অভিনেতা আজ একজন প্রবীণ রাজনীতিক, যিনি ক্রুদ্ধ হতে জানেন এবং সেই ক্রোধ প্রকাশ করতে জানেন৷ বাজেট সেসনের শেষ দিনে জয়া বচ্চনকে দেখা গেল তাঁর এই নতুন ভূমিকায়, চিত্রনাট্য ছাড়াই৷

‘‘মহিলাদের সুরক্ষার জন্য সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত৷ আপনারা গোরক্ষা করতে পারেন, কিন্তু মহিলাদের বিরুদ্ধে বর্বরতা আগের মতোই চলেছে'', বলেন বচ্চন৷

বচ্চনের রোষের দ্বিতীয় কারণ ছিল এই যে, ভারতীয় জনতা যুব মোর্চার সদস্য যোগেশ বার্ষণেয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হত্যার হুমকি দিয়েছেন৷ বার্ষণেয় ব্যানার্জিকে বীরভূমের হনুমান জয়ন্তী সমাবেশের উপর পুলিশি হামলার জন্য দায়ী করেন এবং বলেন যে, ঐ ভিডিও দেখবার পর তাঁর মনে হয়েছে, ‘কেউ যদি আমাকে মমতা ব্যানার্জির মাথাটা এনে দেয়, তাহলে আমি তাকে ১১ লাখ টাকা দেব৷'

এই প্রসঙ্গে জয়া বচ্চন প্রশ্ন তোলেন, ‘‘একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের মন্তব্য কীভাবে করা সম্ভব? পরিবেশ তো ইতিমধ্যেই মহিলাদের জন্য নিরাপদ নয়৷''

বিজেপি অবশ্য ইতিমধ্যেই বার্ষণেয়র মন্তব্য প্রত্যাখ্যান করে সংসদে তার নিন্দা করেছে৷

এসি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য