1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক স্তরে জার্মানির ‘প্রভাব বাড়ছে'

২০ মার্চ ২০১৯

আন্তর্জাতিক স্তরে জার্মানির প্রভাব বাড়ছে বলে মনে করেন ইউরোপীয়রা৷ তবে ফ্রান্স এবং ব্রিটেনের প্রভাব ক্রমশ কমে যাচ্ছে বলেও মত তাদের৷ নতুন এক সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে এই তথ্য৷

https://p.dw.com/p/3FMqY
Berlin, Brandenburger Tor
ছবি: picture-alliance/dpa/P. Zinken

পিউ রিসার্চ সেন্টার মঙ্গলবার এক সমীক্ষা প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে জার্মানি গত একদশক আগের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক স্তরে বেশি প্রভাব বিস্তার করছে৷ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দশটি দেশের মধ্য থেকে জরিপে অংশ নেয়াদের প্রায় অর্ধেক মানুষ এই ধারণা পোষণ করেন৷

সেন্টারটি বলছে, ‘‘ইউরোপে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে জার্মানির ক্ষমতা যেমন ক্রমশ বাড়ছে, ফ্রান্স এবং  ব্রিটেনের ক্ষমতা স্থির হয়ে আছে কিংবা ক্রমশ পড়তির দিকে৷''

ইউরোপের মানুষরা যা ভাবছেন

জার্মানি বর্তমানে আগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মনে করাদের অবস্থান সবচেয়ে বেশি গ্রিসে৷ জরিপে অংশ নেয়া সেদেশের ৯১ শতাংশ মানুষই এই মত প্রকাশ করেছেন৷

ইটালি এবং স্পেনের ৫৬ শতাংশ মানুষও এই ধারণা পোষণ করেন৷

তবে   জার্মানির বৈশ্বিক ভূমিকা যে বাড়ছে তা মানতে রাজি নন জরিপে অংশ নেয়া ব্রিটেনের অংশগ্রহণকারীরা৷ তাদের মাত্র ৩৭ শতাংশ এমনটা মনে করেন৷

ইউরোপীয় ইউনিয়নের দশটি দেশের মোট ৪৭ শতাংশ জরিপে অংশগ্রহণকারীর মত হচ্ছে আন্তর্জাতিক স্তরে জার্মানির প্রভাব বাড়ছে৷

ইইউ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া

জরিপে অংশ নেয়া দশটি দেশের প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠ অংশ মনে করেন যে সামগ্রিকভাবে ইইউ শান্তি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সমৃদ্ধিকে উৎসাহিত করে৷ পোল্যান্ড এবং স্পেনের প্রতিনিধিরা ইইউ-র পক্ষে সবচেয়ে বেশি রেটিং দিয়েছেন, অন্যদিকে গ্রিস এবং যুক্তরাজ্য ইইউ-র কর্মকাণ্ড সম্পর্কে তেমন একটা ইতিবাচক মানসিকতা দেখাননি৷

তবে সাধারণ জনগণের সঙ্গে ইইউ-র দূরত্ব ক্রমশ বাড়ছে বলেও মত দিয়েছেন জরিপে অংশনেয়ারা৷ ৬২ শতাংশ মানুষ এই ধারণা পোষণ করেন৷

প্রসঙ্গত, ২০১৫ সালে প্রায় নয় লাখের মতো অভিবাসীকে গ্রহণ করে জার্মানি৷ তাঁদের অনেকেই যুদ্ধ এবং চরম দরিদ্রতা থেকে বাঁচতে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন৷ সেসময় এত মানুষকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা কুড়ান জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

তবে অভিবাসীদের আশ্রয় দেয়ার সেই ঘটনা গোটা ইউরোপেই এক রাজনৈতিক বিতর্কের সূচনা করে যার প্রভাব এখনো রয়েছে৷ সমীক্ষায় দেখা গেছে, অভিবাসন ইস্যুতে ইউরোপের কিছু দেশের মানুষের মধ্যে এখনো এক ধরনের উদ্বেগ কাজ করছে৷

লুইস স্যান্ডার্স ফোর/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান