dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
গভীর রাতে উর্দি পরা চারজন আমতার সারদা দক্ষিণ খান পাড়ায় ছাত্রনেতা আনিস খানের বাড়িতে গিয়ে তিনতলা থেকে ফেলে তাকে হত্যা করে৷ অভিযোগটা পুলিশের বিরুদ্ধেই৷ আনিসের পরিবারের দাবি-নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার৷