1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Proteste in Dhaka Bangladesch 24.12.2014
ছবি: AFP/Getty Images

আদালতে মামলার চাপ, মাঠে হরতাল-অবরোধের সহিংসতা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা
৫ মার্চ ২০১৫

রাজনৈতিক অস্থিরতা আর সহিংসতার দীর্ঘমেয়াদি চক্রে পড়ে গেছে বাংলাদেশ৷ জানুয়ারিতে শুরু হওয়া অবরোধ মার্চেও অব্যাহত৷ এদিকে সহিংসতার সঙ্গে যোগ হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত জটিলতা৷

https://p.dw.com/p/1ElNl

জানুয়ারির ৬ তারিখ থেকে শুরু হওয়া টানা অবরোধ আর হরতালে এ পর্যন্ত ১১৪ জন নিহত হয়েছে বাংলাদেশে৷ তাদের মধ্যে পেট্রোল বোমায় ঝলসে গেছে ৬১ জনের জীবন৷ গণপিটুনি আর বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন ৩০ জন৷ প্রায় দেড় হাজার যানবাহন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে অথবা ভাঙচুর করা হয়েছে৷ এছাড়া রেলে নাশকতা করা হয়েছে ১৫ বার৷

সপ্তাহ খানেক আগে সহিংসতা কিছুটা কমে আসলেও, তা স্থায়ী হয়নি৷ আর এখন আবারো তা বাড়ছে৷ গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ, চাপাই নবাবগঞ্জ এবং চট্টগ্রামে অন্তত ২০ জন বাসে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন৷ কমপক্ষে ৪৩টি বাসে ভাঙচুর এবং আগুন দেয়া হয়েছে৷ পরিস্থিতি সামাল দিতে সরকার খালেদা জিয়াকে মামলার চাপে ফেলতে চাইছে৷

গত ২৫শে ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ ঐ দিন খালেদা বা তাঁর কোনো আইনজীবী আদালতে যাননি৷ গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ৪ঠা এপ্রিল বুধবার, মামলার পরবর্তী তারিখে খালেদার আইনজীবীরা আদালতে গেলেও খালেদা জিয়া যথারীতি অনুপস্থিত ছিলেন৷খালেদা জিয়া ঐ দু'টি মামলায় সর্বশেষ আদালতে যান গত বছরের ২৪শে ডিসেম্বর৷ এরপর এ নিয়ে মোট চারবার তিনি গড়হাজির আছেন৷ প্রসঙ্গত, ২০০৮ সালে মামলা শুরু হওয়ার পর থেকে ৬৩টি তারিখের মধ্যে খালেদা আদালতে যান সর্বসাকুল্যে মাত্র সাতবার৷

খালেদা জিয়ার গুলশান কার্যলয়ে তল্লাশি পরোয়ানাও জারি করেছে আরেকটি আদালত৷ গত রোববার গুলশান থানা পুলিশের আবেদনে এই তল্লাশি পরোয়ানা জারি করা হয়৷ আগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা গুলশান থানায় না গেলেও, এরমধ্যে তল্লাশি পরোয়ানা থানায় পৌঁছেছে৷ অবশ্য খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আরো একমাস, অর্থাত্‍ ৫ই এপ্রিল পর্যন্ত বহাল রেখেছে আদালত৷

ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদাতের বিচারক আবু আহমেদ জমাদারের বিরুদ্ধে অনাস্থা দিয়ে খালেদার আইনজীবীরা দুর্নীতির মামলা দু'টির আদালত পরিবর্তনের আবেদন জানান ২৮শে জানুয়ারি৷ সেই আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার, হাইকোর্টে৷ বৃহস্পতিবার বুধবার আবেদনের শুনানি ১২ই মার্চ পর্যন্ত মুলতুবি করা হয়৷ একই সঙ্গে খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিতের আবেদন জানানো হলে আদালত তার শুনানিও একই সময় পর্যন্ত মুলতুবি করে৷

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ তিনি আদালতে যেতে চান৷ কিন্তু যে আদালতের প্রতি তিনি অনাস্থা দিয়েছেন, সেই আদালতের মামলা দু'টি বিচারের নৈতিক অবস্থান নেই৷ তাই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন না৷ তবুও খালেদা জিয়ার নিরপত্তা নিশ্চিত করা হলে তিনি আদালতে যেতেন৷''
তবে দুর্নীতি দমন কমিশন বা দুদক-এর আইনজীবী মোশাররফ হোসেন কাজল ডয়চে ভেলেকে বলেন, ‘‘খালেদা জিয়া আদালতকে অবজ্ঞা করছেন৷ তিনি আদালতে হজির হচ্ছেন না৷ আদালতের আদেশ বা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখানো সবার আইনি দায়িত্ব৷ আর আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তিনি বার বার গড়হাজি থাকার পর৷ তাঁকে আইনজীবীর মাধ্যমে বার বার আদালতে হাজির হতে নোটিস দেয়া হয়েছে৷ গত ২৯শে জানুয়ারি খালেদা জিয়ার আইনজীবীরা তাঁকে পরবর্তী তারিখে আদালতে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু তাঁরা সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি৷''

ওদিকে সরকার মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়াকে চাপে রাখতে চাইছে৷ তাঁকে গ্রেপ্তার করে নতুন কোনো ঝুঁকি নিতে চাইছে না৷ সে কারণেই গুলশান থানায় গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাচ্ছে না৷

সারাদেশে হরতাল-অবরোধে নিহতের ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে এরই মধ্যে পাঁচটি মামলা হয়েছে৷ জানা গেছে, সেসব মামলার তদন্তও দ্রুত করার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট থানাগুলোকে৷ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাকারী এ বি সিদ্দিকী ডয়চে ভেলেকে জানান, ‘‘আগামী ১৬ এবং ১৮ই এপ্রিল গুলশান ও শাহবাগ থানার দু'টি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হবে বলে জানিয়েছে পুলিশ৷''

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলাও সচল করার উদ্যোগ নেয়া হয়েছে৷ তবে মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন খালেদা জিয়া৷ এর শুনানি শুরু না হওয়া পর্যন্ত খালেদা ঐ মামলায় জামিনে আছেন৷ দুদক মামলাটির শুনানির জন্য হাইকোর্টে আবেদন করেছে ইতিমধ্যেই৷

Unruhen in Bangladesch 05.01.2015
বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলাও সচল করার উদ্যোগ নেয়া হয়েছেছবি: picture-alliance/epa/A. Abdullah
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সমমনা দলগুলোকে দিয়ে বিএনপি একাধিক জোট গঠন করেছে

নির্বাচনী প্রস্তুতি আওয়ামী লীগের, শরিক নিয়ে আন্দোলনে বিএনপি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান