1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
Bangladesch - The Rapid Action Battalion or RAB nahm Ganajagaran Mancha Sprecher Imran H Sarker vor geplanten Protesten Fest
ছবি: bdnews24.com

ছাড়া পেলেন ইমরান

৬ জুন ২০১৮

আটকের সাড়ে ৬ ঘণ্টা পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছেড়ে দিয়েছে র‌্যাব৷ র‌্যাবের এক কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদের পর ইমরানকে ছেড়ে দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/2z1Vu


বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে সমাবেশ করতে শাহবাগে গিয়ে বুধবার বিকেলে আটক হয়েছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার৷ সমাবেশ শুরুর আগেই তাঁকে আটক করেছিল র‌্যাব৷

ইমরানকে আটকের পর ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রিয়াজুল আলম ভূঁইয়া জানান, পূর্ব নির্ধারিত এ সমাবেশে অংশ নিতে বিকাল সাড়ে ৪টার দিকে ইমরান জাতীয় জাদুঘরের সামনে গিয়েছিলেন৷ কিন্তু গাড়ি থেকে নামা মাত্রই তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যান র‌্যাব সদস্যরা৷ কোথায় নিয়ে গেছে– জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিয়াজুল আলম ভূঁইয়া বলেন, ‘‘আমরা সেটা জানি না৷''

র‌্যাবের পক্ষ থেকেও আটকের বিষয়টি স্বীকার করা হয়৷ র‌্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেছেন, ‘‘র‌্যাব-৩ সদস্যরা কিছুক্ষণ আগে তাঁকে (ইমরান) শাহবাগ এলাকা থেকে ধরেছে৷'' আটকের কারণ জানতে চাইলে মুফতি মাহমুদ খান বলেন, ‘‘শাহবাগে অবৈধ সমাবেশ করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে৷ তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে৷ বিষয়টি আমরা খতিয়ে দেখছি৷''

এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ঢাকায় সবজি কিনছেন ক্রেতারা৷

রমজানে আবার ব্যবসায়ীদের লাভ-লালসায় অসহায় ক্রেতা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান