1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আজই কথা বলা শুরু করেছিল বিগবেন

১০ জুলাই ২০১০

বিগবেন৷ টেমস নদীর নীল জলে তার বিশাল আকৃতির স্থির ছায়া৷ এবার বলুন তো কোন শহর? কেন! লন্ডন, চেনা শহর, ‘অলিগলি চলিরামে’র মত চেনা চেনা৷

https://p.dw.com/p/OFhT
সময়ের গাড়ি ছুটে চলেছে, পেছনে বিগবেনছবি: dpa

লন্ডন আর তার ট্রাফালগার স্কোয়্যার, ট্রাফালগার স্ক্যোয়্যার আর তার পায়রা আর বিগবেন৷ লন্ডন আর তার ব্রিক লেন, তার বাঙালি রেস্তোরাঁ, তার গলির মোড় থেকে উড়ে আসা রেওয়াজি বিরিয়ানির সুগন্ধ...আজ দশই জুলাই সেই লন্ডনের সময়রক্ষক, প্রথমবার বেজে উঠেছিল৷

তার নাম বিগবেন৷ সালটা ১৮৫৯৷ সময়টা সকাল দশটা৷ বিগবেনের সেই মধুর গম্ভীর ধ্বনি শোনার জন্য জড়ো হয়েছিলেন বহু মানুষ৷ আজকের দিনেই৷ এই দশই জুলাই৷

তারপর টেমস নদী দিয়ে বহু জল গড়িয়ে গেছে৷ লন্ডন শহরের সেদিন, সেই সুদিন অনেকটাই অস্তমিত৷ যেদিন প্রথম বিগবেন কথা বলতে শুরু করল, ব্রিটিশ রাজত্বে তখনই প্রায় সূর্য ডোবে না৷ দূর পূবের দেশ থেকে শুরু করে এই বিলেত পর্যন্ত তাদের রাজ্যপাট৷ সে এক মহা সুদিন তখন৷ রাণীর রাজত্ব৷ সেদিনের, সেই দেড়শো বছরের পরেও লন্ডন শহর আজও দাঁড়িয়ে আছে৷ আছে বিগবেনও৷

আজও টম ডিক হ্যারি সাহেবরা বিগবেন-এর দিকে তাকিয়ে হাতঘড়ির সময়টা মিলিয়ে নেয়৷ ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময়, মা তাড়াতাড়ি পা চালান, বিগবেনের দিকে একপলক তাকিয়ে নিয়ে৷ ঘন বাদামী স্যুট, নিখুঁত জুতো আর টাই, পার্কিং লটে গাড়িটা পার্ক করে ওপরে উঠলেন এইমাত্র৷ এক অফিসযাত্রী৷ ট্রাফালগার স্কোয়্যারের মোড়ের মাথায় রাস্তা পার হওয়ার জন্য ফুটপাতের বোতামে হাত ছুঁইয়ে আড়চোখে দেখে নেন বিগবেন-এর দিকে৷ মনে মনে বলেন, ‘নাঃ, এখনও সাড়ে এগারো মিনিট বাকি৷ হয়ে যাবে৷' হাতটা বোতাম থেকে ঘুরে আসে, পকেটে ঢোকে, ডানহিলের প্যাকেট বের করে নেয়৷ প্যাকেটের মধ্যেই লাইটার৷ সিগারেটটা জ্বলে ওঠে৷ আরেকবার বিগবেনের দিকে চোখ৷ এখনও পৌনে এগারো মিনিট৷ আঃ! সুখটান জমে ওঠে৷

বিগবেন কাউকে হাতঘড়ির সময় ঠিক করে দিচ্ছে, কাউকে দিচ্ছে আয়েশ করার সুযোগ, কাউকে তাড়া লাগাচ্ছে৷ কারও পথের সন্ধান দিচ্ছে, কাউকে বা কিছুটা আশ্বস্ত করছে, কিংবা চিন্তিত৷ ‘দৌড়ে যেতে হবে, নাহলে অ্যাপয়েন্টমেন্টটা ক্যানসেল৷ তাহলে নতুন চাকরিটা ....' আবার বিগবেনের দিকে চোখ৷ ‘নাঃ! ‘দৌড়োই৷ যা হয় হবে৷'

সেই বিগবেন আজও চলিতেছে৷ একইরকম ভাবে৷ আজ জুলাইয়ের দশ, তার প্রথম কথা বলার দিন৷ আজ বেশ একটা মনে রাখার মত দিন৷ সময়কে তার নিজের শাসনে সে চালায়৷ সে হল ‘বিগ' মানে বড়৷ সত্যিই পেল্লায় বড়৷ আর তার স্রষ্টার নাম বেন৷ তো, সে অতএব বিগবেন৷

বিগবেনের বাংলা নামটা বোধহয় অতন্দ্র সময়ের প্রহরী৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম