আইপিএলের নিলামে প্রথম দিনে সবচেয়ে দামি ঋষভ পন্থ
আইপিএলে ক্রিকেটারদের নিলাম প্রথম দিনেই জমে গেলো। প্রথম দিনের নিলামে তোলা হয়েছিল ৮৪ ক্রিকেটারকে।
৭২ ক্রিকেটার প্রায় ৪৬৮ কোটি টাকায় বিক্রি
নিলামে তোলা হয়েছিল ৮৪ জন ক্রিকেটারকে। তার মধ্যে বিক্রি হলেন ৭২ জন। ১০টি টিম তাদের জন্য খরচ করলো ৪৬৭ কোটি ৯৫ লাখ টাকা। প্রথম দিনেই জমে গেছে নিলাম। বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দলগুলির মধ্যে প্রতিযোগিতা ছিল তুঙ্গে।
সবচেয়ে দামি ঋষভ পন্থ
প্রথম দিনের নিলামে সবচেয়ে বেশি দামে ঋষভ পন্থকে কিনে নিলো লখনউ সুপার জায়েন্টস। ঋষভের জন্য তারা খরচ করলো ২৭ কোটি টাকা। গাড়ি দুর্ঘটনার পর ঋষভ আর ক্রিকেট খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। সেই ঋষভ শুধু সেরেই ওঠেননি, আবার ক্রিকেট মাঠে নিজেকে প্রমাণ করেছেন। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার তিনিই।
সামান্য পিছনে শ্রেয়স আইয়ার
ঋষভের থেকে সামান্য পিছনে আছেন শ্রয়েস আইয়ার। তাকে পা়্ঞ্জাব কিংস কিনেছে ২৬ কোটি ৭৫ লাখ টাকায়। গতবার শ্রেয়স ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। তার নেতৃত্বে আইপিএল জেতে কেকেআর। তাই তার জন্য এইভাবে ঝাঁপালো পাঞ্জাব।
বেঙ্কটেশ আইয়ার তিন নম্বরে
প্রথম দিনে যে ৭২ জন ক্রিকেটার বিক্রি হয়েছেন, তার মধ্যে তিন নম্বরে আছেন বেঙ্কটেশ আইয়ার। তাকে ২৩ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে কিনেছে শাহরুখ খানের কেকেআর। তিনি আগেও কেকেআরে খেলেছেন। ২০২১ সালে ২০ লাখ টাকায়। পরের বছর তাকে আট কোটি টাকা দেয়া হয়। এবার তার প্রায় তিনগুণ দামে তাকে কিনলো কেকেআর।
স্টার্কের দাম কমলো
গতবার মিচেল স্টার্ককে কেকেআর কিনেছিল ২৪ কোটি ৭৫ লাখ টাকায়। গতবার তিনিই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। এবার তার দাম অনেকটাই কমে গেছে। তাকে দিল্লি ক্যাপিটালস কিনেছে ১১ কোটি ৭৫ লাখ টাকায়। কাগিসো রাবাডাকে ১০ কোটি ৭৫ লাখ টাকা দিয়ে কিনেছে গুজরাট। গ্লেন ম্যাক্সওয়েলকে চার কোটি ২০ লাখ টাকায় কিনেছে পাঞ্জাব।
কে এল রাহুলও দিল্লিতে
ভারতের জাতীয় দলের এই ব্যাটার গতবার ছিলেন লখনউর অধিনায়ক। দল ভালো ফল করতে পারেনি। তারপরই প্রকাশ্যেই কে এল রাহুলকে ধমকেছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েন্কা। তা নিয়ে বিতর্ক কম হয়নি। এবার সেই কে এল রাহুলকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছে দিল্লি। এছাড়া তারা কে নটরাজন, ফ্রেজার-ম্যাকগার্ক, হ্যারি ব্রুককেও কিনেছে।
শামি হায়দরাবাদে
মহম্মদ শামিকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। চোট-আঘাত কাটিয়ে আবার ঘরোয়া ক্রিকেটে খেলতে শুরু করেছেন শামি। প্রথম ম্যাচেই ভালো খেলেছেন। উইকেটকিপার ব্য়াটার ইশান কিশানকেও নিয়েছে হায়দরাবাদ। তার জন্য খরচ করা হয়েছে ১১ কোটি ২৫ লাখ। মোহাম্মদ সিরাজকে ১২ কোটি ২৫ লাখ টাকা দিয়ে কিনেছে হায়দরাবাদ।
কেকেআরে যারা গেলেন
বেঙ্কটেশ আইয়ার-সহ সাতজন ক্রিকেটারকে কিনেছে কেকেআর। তার মধ্যে আছেন হেনরিখ নোখিয়ে, কুইন্টন ডি কক, রহমতুল্লা গুরবাজের মতো ক্রিকেটার।