1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইন একেকজনের ক্ষেত্রে একেক গতিতে চলে: তাবিথ

২৪ জুলাই ২০২০

বিএনপি নেতা ও সাবেক মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, বাংলাদেশে সবার ক্ষেত্রে এক গতিতে আইনের প্রয়োগ হয় না৷ ডয়চে ভেলে বাংলার ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷

https://p.dw.com/p/3fsuP
ছবি: DW

তাবিথ আউয়াল স্বাস্থ্য অধিদপ্তরের অনিয়ম ও দুর্নীতির সাম্প্রতিক ঘটনাগুলোর উদাহরণ টেনে এবং শীর্ষ কর্মকর্তাদের বদলি এবং পদত্যাগের ঘটনাগুলো উল্লেখ করে বলেন, ‘‘তাদের বিচারের ব্যাপারে আইন খুব দ্রুতগতিতে এগুচ্ছে না৷''

‘‘এদের বদলি করা হয়েছে, বা তারা বাধ্য হয়েছেন পদত্যাগ করতে৷ তার মানে তারা অপরাধ করেছেন,'' বলেন বিএনপি নেতা তাবিথ৷ ‘‘তাদের ব্যাপারে কিন্তু আইন অনেক ধীরগতিতে চলে৷ সাংবাদিক কাজলের ব্যাপারে হোক, বা অন্য ডাক্তারদের ব্যাপারে হোক, যারা অভিযোগ করেন যে পিপিই ঠিকমতো পাননি, তাদের ব্যাপারে হোক আইন কিন্তু খুব দ্রুতগতিতে চলে,'' যোগ করেন তিনি৷

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নান তাবিথের অভিযোগকে ‘রাজনৈতিক' বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, ‘‘সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে৷ যদি কর্মকর্তাদের কেউ অপরাধী হয়ে থাকেন, তাহলে বিচার হবে৷'' স্বাস্থ্য মন্ত্রণালয়কে তিনি ‘বয়েলিং পট' বলে উল্লেখ করেন৷

‘‘দেখুন, যা করতে হবে আইনের মধ্যেই করতে হবে৷ আবেগে বা লাফ দিয়ে করার প্রবণতা হয়, তাহলে হবে না৷ ঠান্ডা মাথায় আইন প্রয়োগ করতে হবে৷ সরকার তা করছে৷ ডিজি (স্বাস্থ্য অধিদপ্তর) নিজেই চলে যেতে চেয়েছেন৷ তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নিতে হয়, তা সরকার করবে,'' বলেন মান্নান৷ 

সরকারের নানা পর্যায়ে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তাবিথ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্র দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে৷

‘‘যারা দুর্নীতি করেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই৷ তারা দুর্নীতিবাজ৷ যে সরকারই আসুক তারা চেষ্টা করে, তাদের সঙ্গে আঁতাত করে চলার জন্য৷ কিন্তু দুর্নীতি যারা করেন, তাদের প্রশ্রয় দেয় কারা? এককভাবে কেউ, না রাষ্ট্র? বর্তমানে দেখা যাচ্ছে, অনেক জায়গায় রাষ্ট্র কিন্তু তাদের প্রশ্রয় দিচ্ছে,'' বলেন তাবিথ৷ তার অভিযোগ, আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে দুর্নীতি করছে৷

জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকারের সবকিছু নিয়েই টিভি চ্যানেল, পত্রপত্রিকায় খোলাখুলি আলোচনা হয়৷ সরকারের কোনোকিছুই দৃষ্টির আড়ালে নয়৷ ‘‘আমি কি তাবিথের বিচার করবো, না তাবিথ আমার বিচার করবে? না জনগণ আমাদের বিচার করবে? সরকারের কোনো কিছু কি বাকি আছে, যা স্পটলাইটের আড়ালে?'' প্রশ্ন করেন মান্নান৷ 

অনুষ্ঠানে ঢাকার জলাবদ্ধতা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার বিষয়গুলো উঠে আসে৷ এগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য