1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধযুক্তরাষ্ট্র

অ্যামেরিকায় স্কুলে গুলি, অভিযুক্তের বাবা গ্রেপ্তার

৬ সেপ্টেম্বর ২০২৪

জর্জিয়ার স্কুলে ১৪ বছর বয়সি ছাত্রের গুলিতে চারজন মারা গেছেন। পুলিশ তার বাবাকে গ্রেপ্তার করেছে।

https://p.dw.com/p/4kKrd
অভিযুক্তের বাবার বাড়ি।
তদন্তকারীদের অভিযোগ, অভিযুক্তের বাবা জেনেশুনেই ছেলেকে বন্দুক রাখতে দিয়েছিলেন। ছবি: John Spink/The Atlanta Journal-Constitution/abaca/picture alliance

জর্জিয়ার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সন্দেহ বুধবারের গুলিচালনার ঘটনার সঙ্গে অভিযুক্তর বাবারও যোগ আছে। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন(জিবিআই) সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছে, অভিযুক্তের  ৫৪ বছর বয়সি বাবার বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মর্ডার বা হত্যা এবং বাচ্চাদের প্রতি নিষ্ঠুরতা এবং অনিচ্ছাকৃত নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

জিবিআই ডিরেক্টর ক্রস হোসে বলেছেন, বাবা জানতেন যে তার ছেলের কাছে অস্ত্র আছে। তার বিরুদ্ধে অভিযোগ হলো, তার ছেলের কাজের সঙ্গে বাবাও যুক্ত। তার কারণ, বাবা ছেলের অস্ত্র রাখাকে অনুমোদন করেছিলেন

২০২৩-এর তদন্ত

এই অভিযুক্ত বাবা-ছেলেকে ২০২৩ সালেও স্কুলে গুলি চালানোর হুমকি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। কিন্তু তখন তাদের গ্রেপ্তার করার মতো কোনো কারণ তারা খুঁজে পাননি বলে এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন।

২০২৩ সালের তদন্তে বাবা জানিয়েছিলেন, তার কাছে শিকার করার বন্দুক আছে, কিন্তু তার ছেলে সেগুলির নাগাল পায় না। ছেলেও জানিয়েছিল, সে অনলাইন হুমকি দেয়নি।

জ্যাকসন কাউন্টির মেয়র জানিয়েছেন, তিনি ২০২৩ সালের মে মাসে রিপোর্ট পান, কিন্তু তার ভিত্তিতে সেই সময় বাবা-ছেলেকে অভিযুক্ত করার মতো কিছু ছিল না।

বাচ্চাদের হাতে অস্ত্র থাকলে বাবা-মা দায়ী

গত এপ্রিলে মিশিগানে স্কুলে গুলি চালানোর ঘটনায় আদালত বলে স্কুলে গুলিচালনার ঘটনা ঘটলে বাবা-মা-ও আইনগতভাবে দায়ী থাকবেন। প্রথমবার আদালত এইভাবে বাচ্চার গুলিচালনার জন্য বাবা-মা-কে দায়ী থাকার কথা বলেছিল।

২০২১ সালে অক্সফোর্ড হাইস্কুলে একজন কিশোর গুলি করে তার চারজন সহপাঠীকে হত্যা করেছিল। তার বাবা-মার কারাদণ্ড হয়েছিল।

জুরিদের বক্তব্য ছিল, বাবা-মা বাড়িতে বন্দুক সুরক্ষিত রাখতে পারেননি। তাদের ছেলে মানসিক দিক থেকে অস্থির জানার পরেও তারা সেই কাজ করেননি। বিশেষজ্ঞ ও আগ্নেয়াস্ত্র সুরক্ষা নিয়ে প্রচারকারীদের বক্তব্য, ওই রায় খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর ফলে স্কুলে সহিংসতার দায় বাবা-মার উপরও যে থাকবে, সেটা আদালত স্পষ্ট করে দিয়েছে।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স)