গত ২২ নভেম্বর সাউথ আফ্রিকা থেকে অ্যামেরিকায় ফিরেছেন এক ব্যক্তি। প্রাথমিক পরীক্ষায় তার করোনা ধরা পড়েনি। গত ২৯ নভেম্বর দ্বিতীয় টেস্টে তার করোনা ধরা পড়ে। এরপর জিনোম পরীক্ষায় দেখা যায় তার শরীরে ওমিক্রন প্রজাতি আছে। ওই ব্যক্তিকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। এই প্রথম অ্যামেরিকায় কারো শরীরে ওমিক্রন ভাইরাসের নমুনা মিলল।
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
জার্মানি
সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের মোট আটটি দেশ থেকে শুধু জার্মান নাগরিক ও জার্মানিতে বাস করার অনুমতি আছে এমন ব্যক্তিরা বর্তমানে জার্মানিতে ঢুকতে পারছেন৷ এসব দেশ থেকে আসা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷ গত সপ্তাহ থেকে এই নিয়ম চালু হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাজ্য
সাময়িকভাবে স্থগিত রাখার পর সাউথ আফ্রিকার সঙ্গে আবারও বিমান যোগাযোগ চালু করেছে দেশটি৷ তবে ঐ দেশ ও তার প্রতিবেশী কয়েকটি দেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া ব্যক্তিদের নিজ খরচে হোটেলে ১০ দিন বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
সুইজারল্যান্ড
সাউথ আফ্রিকাসহ কয়েকটি দেশের সঙ্গে বিমান যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে৷ এছাড়া আফ্রিকার দক্ষিণাঞ্চলসহ হংকং, ইসরায়েল, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মিশর, মালাউয়ি ও অন্যান্য দেশ থেকে যাওয়া ব্যক্তিদের করোনা টেস্ট রেজাল্ট দেখাতে হচ্ছে৷ সঙ্গে ১০ দিন কোয়ারান্টিনেও থাকতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র
বিশ্বের যে-কোনো দেশ থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার পর যাত্রীদের করোনা টেস্ট দেখাতে হবে৷ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরুর একদিনের মধ্যে করোনা পরীক্ষা করতে হবে৷ আগে তিনদিনের মধ্যে পরীক্ষা করার নিয়ম চালু ছিল৷ এছাড়া যুক্তরাষ্ট্রের পৌঁছার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আবারও একটি পরীক্ষা করাতে হবে কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ক্যানাডা
জার্মানির মতোই ক্যানাডা সাউথ আফ্রিকাসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ থেকে শুধু ক্যানাডার নাগরিক ও সে দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিদের সে দেশে ঢুকতে দিচ্ছে৷ তবে তাদের করোনা পরীক্ষা ও কোয়ারান্টিনের নিয়ম মানতে হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ইসরায়েল
বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েল সব বিদেশিদের জন্য সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷ এছাড়া অসুস্থ ব্যক্তিদের মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেয়ার বিতর্কিত ব্যবস্থা আবারও চালু করা হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
জাপান
ইসরায়েলের পর দ্বিতীয় দেশ হিসেবে জাপান সব বিদেশি নাগরিকদের সে দেশে ঢোকা নিষিদ্ধ করেছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
ফিলিপাইন্স
পর্যটননির্ভর দেশটি টিকাপ্রাপ্ত পর্যটকদের জন্য সে দেশে প্রবেশ সহজ করার পরিকল্পনা করেছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেই পরিকল্পনা স্থগিত রাখার চিন্তাভাবনা করা হচ্ছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়া
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছিল৷ কিন্তু ওমিক্রনের কারণে সেটা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে৷
-
ওমিক্রনের কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা
আফ্রিকা
অ্যাঙ্গোলা, মিশর, মরিশাস, রুয়ান্ডাসহ আফ্রিকার কয়েকটি দেশও সাউথ আফ্রিকা ও তার কয়েকটি প্রতিবেশী দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে৷
মার্কিন প্রশাসন জানিয়েছে, ওই ব্যক্তির দুইটি টিকা নেওয়া আছে। তবে বুস্টার ডোজ নেওয়া নেই। জো বাইডেনের প্রধান স্বাস্থ্যবিষয়ক পরমার্শদাতা অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, বুস্টার ডোজ যাদের নেওয়া নেই, ওমিক্রনের সামান্য প্রভাব ঘটছে তাদের শরীরে। অল্প অল্প উপসর্গ দেখা যাচ্ছে। তবে রোগীরা সুস্থও হয়ে উঠছেন।
ফাউচি জানিয়েছেন, ‘‘আমরা জানতাম অ্যামেরিকায় ওমিক্রন ঢোকা কেবল সময়ের অপেক্ষা। ক্যালিফোর্নিয়ায় তা প্রথম পাওয়া গেল।’’ তবে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ওই ব্যক্তি যাদের সঙ্গে মিশেছেন তাদের শরীরে করোনা মেলেনি।
ওমিক্রন নিয়ে এখনো পরীক্ষা চলছে। এই ভাইরাস কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ভাইরাস শরীরে খুব বেশি প্রভাব ফেলছে না। তবে তা দ্রুত ছড়াচ্ছে বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অ্যামেরিকায় ওমিক্রনের জন্য আবার দেশের বাইরে যাতায়াতে কড়াকড়ি শুরু হয়েছে। বিদেশ থেকে যারা আসছেন, তাদের সকলকে করোনা নেগেটিভ সংশাপত্র দেখা হচ্ছে। কেবল টিকার সার্টিফিকেট দেখালে হচ্ছে না। এছাড়াও বিদেশি যাত্রীদের অ্যামেরিকার বিমানবন্দরে নেমে করোনা পরীক্ষা করাতে হচ্ছে।
এসজি/জিএইচ (এপি, রয়টার্স)