টিকা হারানোর সম্ভাবনা
দেশজুড়ে এই বিশাল আকারে টিকা পোঁছানোর কাজ বেশ অনেকটাই জটিল৷ তাই মাঝপথে টিকা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রুখতে প্রতিটি টিকাবাহী বাক্স, ট্রাক ও বিমানে বসানো আছে ট্র্যাকার, যার সাহায্যে কর্তৃপক্ষের নজরে সবসময়েই থাকবে বহু প্রতিক্ষিত এই করোনা টিকা৷ একটি টিকাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা তাই নেই বললেই চলে, দাবি দু’টি সংস্থারই৷