বন্দুকধারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার আগে পুলিশের গুলিতে সে আহত হয়েছিল। ওয়াশিংটনের শেরিফ জানিয়েছেন, ২৩ বছর বয়সি ওই বন্দুকধারী গুলি চালাবার পর গাড়িতে করে পালাবার চেষ্টা করছিল। তাকে ধরার পর হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।
কোন পরিস্থিতিতে বন্দুকধারী গুলি চালিয়েছে, কেন গুলি চালিয়েছে, সে বিষয়ে শেরিফ কিছু জানাতে চাননি। তিনি শুধু জানিয়েছেন, যাদের গুলি করে মারা হয়েছে, তারা কলম্বিয়া মেশিনের কর্মী ছিলেন। আর ২৩ বছর বয়সি বন্দুকধারীর হাতে সেমি-অটোমেটিক পিস্তল ছিল।
সম্প্রতি অ্যামেরিকায় একের পর এক গুলিচালনার ঘটনা ঘটেছে। স্কুল, মেডিক্যাল সেন্টার, শপিং মলে গুলি চলেছে। এরপর অস্ত্র আইন কড়া করার দাবি উঠেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বারবার বলেছেন, এভাবে একের পর এক ঘটনায় মানুষের মৃত্যু তিনি আর সহ্য করতে পারছেন না।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
টেক্সাসের স্কুলে গুলি
টেক্সাসের ইউভ্যালডির একটি প্রাথমিক স্কুলে ঘটনাটি ঘটে মঙ্গলবার। ১৮ বছরের এক তরুণ গায়ে বুলেটের বেল্ট লাগিয়ে স্কুলে ঢুকে পড়ে। নির্বিচারে গুলি চালিয়ে সে ছাত্রছাত্রীদের হত্যা করে। ঘটনায় ১৮ জন শিশু নিহত হয়েছে। মোট মৃত ২১। এর আগে বাড়িতে নিজের দিদিমাকেও গুলি করে হত্যা করে ওই যুবক। পরে নিরাপত্তারক্ষীদের গুলিতে তার মৃত্যু হয়। গুলি চালানোর কারণ এখনো অস্পষ্ট।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
বাইডেনের প্রতিক্রিয়া
জাপান থেকে অ্যামেরিকায় ফিরছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানেই তিনি খবরটি পান। বিমানে বসেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। পরে টুইটও করেন। ওয়াশিংটনে নেমে ফের সাংবাদিক বৈঠক করেন বাইডেন। ঘটনায় নিজের ক্ষোভ চেপে রাখেননি প্রেসিডেন্ট। এর জন্য অস্ত্র আইনকে ফের দায়ী করেছেন তিনি।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
ক্ষুব্ধ কমলা হ্যারিস
টেক্সাসের ঘটনায় ক্ষুব্ধ ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনিও জানিয়েছেন, এবার দ্রুত অস্ত্র আইন বদল করা উচিত। নির্বাচন পর্বে বাইডেন-হ্যারিস জুটি জানিয়েছিলেন, ক্ষমতায় এলে তারা অস্ত্র আইন কঠোর করবেন। কিন্তু রিপাবলিকানদের প্রতিরোধে সেই বিল আইনে পরিণত হয়নি। যা নিয়ে বার বার ক্ষোভ প্রকাশ করেছেন বাইডেন এবং হ্যারিস দুইজনেই।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
পতাকা অর্ধনমিত
হোয়াইট হাউস, নৌবাহিনীর জলযান, সামরিক ঘাঁটি, দূতাবাস-সহ সমস্ত সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
বেসবল মাঠ
নিউইয়র্কে একটি বেসবল মাঠের ছবি। খেলা শুরুর আগে সেখানে নিহত শিশুদের স্মরণে নীরবতা পালন করা হচ্ছে।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
স্কুলের চেহারা
মেক্সিকোর সীমান্তে অবস্থিত ইউভ্যালডি। ছোট্ট এই শহরে মাত্র ১৬ হাজার মানুষের বাস। সেখানেই এলিমেন্টারি স্কুলে আক্রমণ চালায় ১৮ বছরের স্যালভাডোর রামোস। গুলির আওয়াজ পাওয়ার পরেই সেখানে পৌঁছে যায় স্থানীয় পুলিশ। পুলিশের গুলিতে নিহত হয় আক্রমণকারী। তার আগে ২১ জনের প্রাণ নিয়ে নিয়েছে সে।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
ফাঁকা স্কুলবাস
এই স্কুলবাসে করেই বাড়ি ফেরার কথা ছিল নিহত শিশুদের। ফাঁকা স্কুলবাস দাঁড়িয়ে আছে স্কুলের বাইরে।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
নিরাপত্তার বেষ্টনী
স্কুল চত্বর ঘিরে ফেলেছে নিরাপত্তাকর্মীরা। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের বাইরে আতঙ্কিত বাবা-মায়েদের ভিড়।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
ভেঙে পড়েছেন অভিভাবকরা
স্কুলের ভিতর থেকে তখনো সমস্ত মৃতদেহ বার করা হয়নি। স্কুলের বাইরে কান্নায় ভেঙে পড়েছেন অভিভাবকরা।
-
অ্যামেরিকা-জুড়ে শোকের ছায়া
একের পর এক ঘটনা
গত কয়েকবছরে একের পর এক গুলিচালানোর ঘটনা ঘটেছে অ্যামেরিকায়। স্কুলেও আক্রমণ হয়েছে। তবে এত বড় ঘটনা প্রায় ১০ বছর পরে ঘটল। এর আগে কানেকটিকাটের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ২৮ জনের মৃত্যু হয়েছিল।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে দিনকয়েক আগে অস্ত্র আইন কড়া করতে চেয়ে বিল পাস হয়েছে। এখন সেনেট সেই বিল পাস করলে তবে অস্ত্র আইনে পরিবর্তন আসবে। কিন্তু সেনেটে রিপাবলিকান সদস্যরা এই বিলে সায় দেবেন কিনা, তানিয়ে সংশয় আছে।
এই পরিস্থিতিতে আবার গুলি চললো, আবার মানুষ মারা গেলেন।
কলম্বিয়া মেশিনের মুখপাত্র জানিয়েছেন, তারা তদন্তের কাজে সবরকম সাহায্য করছেন। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে, তারা একশটি দেশে কংক্রিট তৈরির যন্ত্রপাতি সরবরাহ করে।
জিএইচ/এসজি (রয়টার্স)