1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিজ্ঞানযুক্তরাষ্ট্র

অ্যাপলের মিক্সড-রিয়েলিটি হেডসেট আসছে?

৫ জুন ২০২৩

সোমবার যুক্তরাষ্ট্রে অ্যাপলের অ্যাপ ও ডেভেলপারদের বার্ষিক সম্মেলনে একটি মিক্সড-রিয়েলিটি হেডসেটের ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে৷ এর মাধ্যমে মেটার সঙ্গে অ্যাপলের প্রতিযোগিতা শুরু হতে পারে৷

https://p.dw.com/p/4SCCC
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: Peter Kneffel/dpa/picture alliance

এই হেডসেটের নাম ‘রিয়েলিটি প্রো' হতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে৷

অবশ্য এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি৷

২০১৫ সালে অ্যাপল ওয়াচ চালুর পর এটি হতে যাচ্ছে অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য চালুর ঘোষণা৷

বিশ্লেষকদের উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বলছে, রিয়েলিটি প্রোর দাম হতে পারে প্রায় তিন হাজার ডলার বা সোয়া তিন লাখ টাকা৷ দেখতে এটি স্কি খেলার গগলসের মতো হতে পারে৷ এটি দিয়ে সহজে ভার্চুয়াল থেকে অগমেন্টেড এবং অগমেন্টেড থেকে ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে আসা-যাওয়া করা যাবে৷

তবে হেডসেটের উচ্চমূল্য অনেক ক্রেতাকে হতাশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

ওয়েডবুশ সিকিউরিটিজের অ্যানালিস্ট ডেন ইভস আশা করছেন প্রথম বছরে মাত্র দেড় লাখ হেডসেট বিক্রি হতে পারে৷ সংখ্যাটি অ্যাপলের হিসেবে খুবই সামান্য, কারণ বছরে ২০০ মিলিয়নের বেশি আইফোন বিক্রি করে অ্যাপল৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

তামিম ইকবাল
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

প্রথম পাতায় যান