1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ডের পথে জার্মানি

৮ অক্টোবর ২০১৯

সরকার গঠনের সময় জোটসঙ্গীদের শর্ত মেনে অস্ত্র রপ্তানিতে রাশ টানার সিদ্ধান্ত নিলেও জার্মানি অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ড ছুঁতে চলেছে৷  এর সমালোচনা করতে গিয়ে সবুজ দলের এক নেতা বলেছেন, ‘‘এটা অপরাধ৷''

https://p.dw.com/p/3QsXL
Deutschland Waffenproduktion & Waffenexport | Rheinmetall Defence
ছবি: picture-alliance/dpa/H.C. Dittrich

সবুজ দলের নেতা ওমিদ নুরিপুর অবশ্য এর জন্য সিডিইউ এবং সিএসইউ দলের শিবিরকেই দায়ী করেননি, জোটসঙ্গী সামাজিক গণতন্ত্রী দল (এসপিডি)-রও কঠোর সমালোচনা করেছেন তিনি৷ এসপিডি সম্পর্কেই তাঁর মন্তব্য, ‘‘সবচেয়ে খারাপ বিষয় হলো, আজকের এসপিডি শান্তির চেয়ে অস্ত্র বিক্রির লাভকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে৷''

২০১৮ সালে জোট সরকার গড়ার আগে সব দল অস্ত্র রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিলেও জার্মানির অস্ত্র রপ্তানি বাড়ছে৷ চলতি সংসদ অধিবেশনে  সবুজ দলের নেতা ওমিদ নুরিপুরের প্রশ্নের জবাবে জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তুলনায় এ বছর একই সময়ে শতকরা ৭৫ ভাগ বাড়বে৷ ২০১৫ সালে মোট সাত দশমিক ৮৬ বিলিয়ন ইউরোর ফস্ত্র রপ্তানি করেছিল জার্মানি৷ এ বছর প্রথম নয় মাসেই ছয় দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকার৷ এই ধারা চললে বছর শেষে রপ্তানির নতুন রেকর্ড হওয়া প্রায় অনিবার্য৷

প্রধান ক্রেতা কোন কোন দেশ?

সাংবাদিক জামাল খাশগজি হত্যার পর সৌদি আরবে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয় জার্মানি৷ তবে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের মিত্র মিশর এবং সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র রপ্তানি চলছে৷ এ বছর মিশরের কাছে এ পর্যন্ত ৮০২ মিলিয়ন ইউরো এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ২০৬ মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে ম্যার্কেল সরকার৷ সংযুক্ত আরব আমিরাত অবশ্য ইতিমধ্যে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট থেকে সরে এসেছে৷

তবে অনুমোদিত হিসেব অনুযায়ী প্রথম নয় মাসে ইউরোপের দেশগুলোতেই সবচেয়ে বেশি এক দশমিক ৭৭ বিলিয়ন ইউরো মূলের অস্ত্র বিক্রি করবে জার্মানি৷ সেরা দশের তালিকায় ন্যাটোভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে এবং হাঙ্গেরির পাশাপাশি দক্ষিণ কোরিয়াও আছে৷

এসিবি/ কেএম (কেএনএ, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য