প্রশাসনের তরফে দ্বিতীয়বার ভিসা বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে দ্বিতীয়বার আপিল করেছিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। রোববার আদালত জানিয়ে দেয়, তারা নতুন করে এই মামলা আর গ্রহণ করবে না। ফলে এবছরের মতো অস্ট্রেলিয়া ওপেন খেলার স্বপ্ন শেষ হয়ে যায় জোকোভিচের। রোববার সন্ধেবেলায় দুবাইয়ের বিমান ধরেন সার্বিয়ান টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরির সুযোগ ছিল জোকোভিচের। ২১তম গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড তৈরি করতে পারতেন।
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
পরপর দুই বার
পরপর দুই বার ফ্রেঞ্চ ওপেন জিতলেন নোভাক জোকোভিচ। ৫২ বছরে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল। ১৯ তম গ্র্যান্ড স্ল্যামও জয় করলেন তিনি।
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
দুই সেটে পিছিয়ে
ফাইনালে জোকোভিচের প্রতিদ্বন্দ্বী ছিলেন গ্রিসের ২২ বছরের স্তেফানোস চিচিপাস। প্রথম দুই সেট অসাধারণ খেলে জিতে নিয়েছিলেন চিচিপাস। তাকে তখন অপ্রতিরোধ্য লাগছিল। সেখান থেকে খেলা ঘোরালেন জোকোভিচ। পরপর তিনটি সেট জিতলেন। জিতলেন ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টও। চার ঘণ্টা ধরে অসাধারণ লড়াই হলো।
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
জেতার পর
এই অসাধারণ জয়ের পর একবারই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে জোকোভিচকে। ডান হাত মুষ্ঠিবদ্ধ করে হুঙ্কার।
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
শুধুই প্রশংসা
জোকোভিচ এরপর প্রশংসায় ভরিয়ে দিলেন চিচিপাসকে। তিনি বললেন, ‘‘আমি চিচিপাসকে নিয়ে কথা বলতে চাই। ওর মানসিক অবস্থা বুঝতে পারছি। আমিও এমন কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে জয়ের এত কাছে পৌঁছে হেরে যাওয়া এবং সেই হারকে মেনে নেওয়া খুব কঠিন।’’
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
হেরে গেলেও
হেরে গেলেও অসাধারণ খেলেছেন চিচিপাস। জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যামের একেবারে কাছাকাছি এসে পৌঁছেছিলেন। জোকোভিচের মতো প্লেয়ারকে হারিয়ে দেয়ার জায়গায় চলে গিয়েছিলেন। নিজের প্রতিভা চিনিয়ে দিতে পেরেছেন স্তেফানোস। তবে শেষরক্ষা হয়নি। কারণ, পরে জোকোভিচ ছিলেন অপ্রতিরোধ্য।
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
সেমিফাইনালের লড়াই
জোকোভিচ সেমিফাইনালে নাদালের বিরুদ্ধে জয়কেও সমান গুরুত্ব দিচ্ছেন। সেখানেও প্রথম সেট হেরে নাদালের বিরুদ্ধে পরপর তিনটি সেট জিতেছেন তিনি।
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
অবিস্মরণীয় ৪৮ ঘণ্টা
প্রথমে নাদাল, তারপর চিচিপাসের বিরুদ্ধে এই জয় অবিস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন জোকোভিচ। এই ৪৮ ঘণ্টা তাকে অনেক কিছু দিয়েছে। স্মরণীয় জয়, ইতিহাস ছোঁয়ার সম্মান এবং টেনিসে দুইটি অবিস্মরণীয় ম্যাচ জেতার সুযোগ।
-
চার ঘণ্টার লড়াই, ফ্রেঞ্চ ওপেন জোকোভিচের, হেরেও প্রশংসিত চিচিপাস
দেশের হয়ে
জোকোভিচ সার্বিয়ার প্লেয়ার। জেতার পর তিনি গ্রিসের প্রশংসায় পঞ্চমুখ হলেন। তিনি বললেন, ''গ্রিসের ভাই-বোনদের ধন্যবাদ জানাতে চাই। সার্বিয়ার সঙ্গে আপনাদের দেশের সম্পর্ক খুব ভালো। শুধু তাই নয়, আপনাদের দেশ থেকে চিসিপাস ও মারিয়া সাক্কারির মতো প্রতিভা উঠে আসছে। সেটা টেনিস বিশ্বের কাছে দারুণ খুশির খবর।''
আদালতের রায় শোনার পর জোকোভিচ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি অত্যন্ত হতাশ। অন্যদিকে তার দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। তার বাবা বিশাল এক মিছিলের আয়োজন করেছিলেন। সেখানে তিনি বলেছেন, তার ছেলেকে 'ক্রুশবিদ্ধ' করা হলো। সার্বিয়ার প্রেসিডেন্টও বিষয়টি অন্যায় বলে দাবি করেছেন।
অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন রোববার জানিয়েছেন, আদালতের এই রায়ে দেশের সীমান্ত আরো সুরক্ষিত হলো। দেশের মানুষকে কোভিডের হাত থেকে চূড়ান্ত সুরক্ষা দেওয়া গেল। জোকোভিচকে বিশেষ সুবিধা দিলে, টিকাহীন আরো ব্যক্তিকে এই সুবিধা দিতে হতো বলে তিনি জানিয়েছেন। দীর্ঘদিন ধরে লকডাউন জারি রেখে অস্ট্রেলিয়া যেভাবে কোভিডের সঙ্গে লড়াই করেছে, জোকোভিচকে ছাড়পত্র দিলে সেই লড়াই ক্ষতিগ্রস্ত হতো বলে তিনি জানিয়েছেন।
টেনিস সংস্থা এটিপি জানিয়েছে, জোকোভিচের অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারা টেনিসের ক্ষতি। কিন্তু এই ঘটনা শিক্ষা দিল, সমস্ত খেলোয়াড়ের দ্রুত টিকা নেওয়া দরকার। কোভিডবিধি মেনে চলতে হবে সকলকে।
গত ৬ জানুয়ারি অস্ট্রেলিয়ায় পা রেখেছিলেন জোকোভিচ। কিন্তু তাকে অভিবাসন দপ্তর আটকে দেয়। অভিযোগ তার টিকা নেওয়া নেই। টিকা নেওয়া না থাকলে চিকিৎসকের যে কাগজ দেখাতে হয়, তা-ও তার কাছে ছিল না বলে অভিযোগ। এরপর বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছায়। কিন্তু শেষপর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দেওয়ার ছাড়পত্র পেলেন না জোকোভিচ।
এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি, এপি)