এমন অভিযোগে দণ্ডিত সবচেয়ে বয়্স্ক ক্যাথলিক ধর্মগুরু হওয়ায় আদালত তাকে নিজ বাড়িতে কারাবাসের সুযোগ দেয়৷ তারই আপিলের ভিত্তিতে গত বৃহস্পতিবার এই রায় দেন নিউ সাউথ ওয়েলসের আদালত৷
নিউ সাউথ ওয়েলস আদালতের বিচারক রয় এলিস বলেন, আইনজীবীরা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন৷তাই ফিলিপ উইলসনের করা আপিলের ভিত্তিতে এই মামলা বাতিল করা হলো৷
উল্লেখ্য, ১৯৭০ সালে শিশুকে যৌন নিপীড়নের ঘটনার জন্য তাকে সাজা দেওয়া হয়৷ বিষয়টি লুকিয়ে রাখার অভিযোগ ছিল তার বিরুদ্ধে৷ গত মে মাসে আদালতে প্রমাণিত হয়, সহকর্মী জেমস প্যাট্রিক ফ্লেচারের এক অলটার বয়কে যৌন নিপীড়নের ঘটনা জানলেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আর্চবিশপ ফিলিপ উইলসন৷ সেই সময় তিন একজন জুনিয়র প্রিস্ট ছিলেন৷ গির্জার সম্মান নষ্ট হবে এই ভেবে তখন তিনি শিশুটির পাশে দাঁড়াননি৷
তবে ২০০৪ সালে জেমস ফ্লেচারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয় এবং তার কারাদণ্ড হয়৷ এর দুই বছর পর কারাগারেই মারা যান তিনি৷ অবশ্য নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন ফিলিপ৷
এদিকে ওই ঘটনার শিকার অলটারবয় পিটার ক্রেগ আদালতকে জানিয়েছেন, নিপীড়িত হওয়ার পাঁচ বছর পর ১৯৭৬ সালে তিনি নিজেই ওই ঘটনা ফিলিপকে জানিয়েছিলেন৷ তবে ওই কথোপকথনের কিছুই মনে নেই বলে আদালতকে জানিয়েছেন ফিলিপ উইলসন৷
-
যে পাঁচ দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় প্রতি তিন মিনিটে একটি শিশুকে ধর্ষণ করা হয় বলে ট্রেড ইউনিয়ন ‘সলিডারিটি হেল্পিং হ্যান্ড’-এর করা এক জরিপ থেকে জানা গেছে৷ দেশটির মেডিকেল রিসার্চ কাউন্সিল-এর ২০০৯ সালে করা আরেক জরিপে প্রতি চারজন পুরুষের একজন জীবনের কোনো এক সময়ে কাউকে ধর্ষণের কথা স্বীকার করেছেন৷ ২০০০ সালে দক্ষিণ আফ্রিকায় ৬৭,০০০ শিশু ধর্ষণ এবং নিগ্রহের মামলা নথিভুক্ত হয়েছিল৷
-
যে পাঁচ দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার
ভারত
দ্য এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস ২০১৩ সালে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে শিশুদের উপর যৌন নিপীড়ন মহামারি পর্যায়ে পৌঁছেছে৷ দেশটিতে ২০০১ সাল থেকে ২০১১ সালের মধ্যে শিশু ধর্ষণের অন্তত ৪৮,০০০ মামলা হয়েছে৷ ২০০১ সালের তুলনায় ২০১১ সালে ধর্ষণের হার বেড়েছিল ৩৩৬ শতাংশ৷
-
যে পাঁচ দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার
জিম্বাবোয়ে
জিম্বাবোয়ের স্থানীয় সংবাদমাধ্যম ২০১২ সালে দেশটির পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা’র বরাতে জানায়, সেখানে শিশু ধর্ষণের হার ক্রমশ বাড়ছে৷ ২০১১ সালে দেশটিতে ৩,১৭২ টি শিশু যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়৷ এছাড়া ২০০৯ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, জিম্বাবোয়ের রাজধানী হারারেতে শুধুমাত্র একটি ক্লিনিকে চার বছরে ৩০,০০০ নিপীড়নের শিকার ছেলে ও মেয়েকে চিকিৎসা দেয়া হয়েছে৷
-
যে পাঁচ দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার
যুক্তরাজ্য
২০০০ সালে স্কটল্যান্ড ইয়ার্ডের প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাজ্যে প্রতি ২০০ প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের বেশি পেডোফিল৷ ২০১২-১৩-তে ইংল্যান্ড এবং ওয়েলস-এ ষোল বছরের কম বয়সি ১৮,৯১৫ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে৷
-
যে পাঁচ দেশে শিশুরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার
মার্কিন যুক্তরাষ্ট্র
২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেবছর ১৪ থেকে ১৭ বছর বয়সি ১৬ শতাংশ শিশু যৌন হয়রানির শিকার হয়েছে৷ দেশটির প্রতি চার নারীর একজন এবং প্রতি ছয় পুরুষের একজন ১৮ বছর বয়স হওয়ার আগে যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলেও জানা গেছে চিলড্রেন এসিসমেন্ট সেন্টারের আরেক গবেষণায়৷
লেখক: আরাফাতুল ইসলাম
এফএ/এসিবি (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)