1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিউত্তর অ্যামেরিকা

অস্কারের মঞ্চে সেরা ছবি 'ওপেনহাইমার'

১১ মার্চ ২০২৪

রোববার ৯৬তম অ্যাকাডেমি পুরস্কারের আয়োজন হয়েছিল অ্যামেরিকায়। সেখানে সাতটি পুরস্কার জিতে নেয় ওপেনহাইমার।

https://p.dw.com/p/4dN7U
অস্কার জয় উদযাপন করছেন ওপেনহাইমার অভিনেতা কিলিয়ান মারফি
সাতটি অস্কার জিতেছেন ওপেনহাইমারছবি: Mike Blake/REUTERS

এই প্রথম অস্কার পেলেন ক্রিস্টোফার নোলান। ৫৩ বছরের এই ব্রিটিশ চিত্রপরিচালক ওপেনহাইমার ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। এছাড়া সেরা ছবি, সেরা অভিনেতার পুরস্কারও জিতে নিয়েছে ওপেনহাইমার।

এদিন অস্কারের অনুষ্ঠান পাঁচ মিনিট দেরিতে শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার আগে প্রেক্ষাগৃহের সামনে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছিলেন একদল বিক্ষোভকারী। সে কারণেই অনুষ্ঠান শুরু হতে সময় লাগে।

ওপেনহাইমার ছবিতে বিজ্ঞানী ওপেনহাইমারের চরিত্রটি করেছেন কিলিয়ান মারফি। তিনিও এই প্রথম অস্কার পেলেন। রবার্ট ডাউনি জুনিয়র সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন। এদিকে পুওর থিং ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন এমা স্টোন।

দ্য হলডোভার্স ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর সম্মান জিতে নিয়েছেন দাভিন জয় রানডলফ। জাপানি অ্যানিমেশন ফিল্ম দ্য অ্যান্ড দ্য হিরন বানিয়ে দ্বিতীয়বার অস্কার জিতে নিয়েছেন জাপানি ছবি নির্মাতা মিয়াজাকি।

আর সেরা আন্তর্জাতিক ছবির পুরস্কার পেয়েছে দ্য জোন অফ ইন্টারেস্ট। নাৎসি সময় ধরে তৈরি এই ছবিতে একটি পরিবারের গল্প বলা হয়েছে। নাৎসি ক্যাম্পের পাশেই যাদের বাড়ি।

আর বেস্ট তথ্যচিত্রের সম্মান পেয়েছে ইউক্রেন যুদ্ধ নিয়ে তৈরি ছবি টুয়েন্টি ডেস ইন মারিউপল। এই প্রথম ইউক্রেনের কোনো ছবি অস্কার পেলো।

এসজি/জিএইচ (এপি, এএফপি, রয়টার্স)