1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক: মেয়েদের ফুটবলে হার অ্যামেরিকার

৩ আগস্ট ২০২১

টোকিও অলিম্পিকে সোনা জিততে পারল না মেয়েদের ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন অ্যামেরিকা। ছেলেদের হকিতে হার ভারতের।

https://p.dw.com/p/3ySEe
ক্যানাডকে হারাতে পারল না অ্যামেরিকা। ছবি: Andre Penner/picture-alliance /AP

মেয়েদের ফুটবলে ক্যানাডার কাছে হেরে গেল অ্যামেরিকা। ফলে তাদের সোনা জয়ের স্বপ্নও শেষ। এর আগে ৩৬ বার দুই দেশ লড়েছে। কিন্তু ক্যানাডা একবারের জন্যেও অ্যামেরিকাকে হারাতে পারেনি। কিন্তু টোকিও অলিম্পিকের মঞ্চে প্রতিবেশী দেশের বিরুদ্ধে জ্বলে উঠলেন ক্যানাডার মেয়ে ফুটবলাররা।

অ্যামেরিকার গোলকিপার অ্যালিসা কোয়ার্টার ফাইনালে অসাধারণ খেলেছিলেন। কিন্তু তিনি চোট পেয়ে বসে যান। এ দিনের ম্যাচে ক্যানাডা একমাত্র গোল পেয়েছে পেনাল্টি থেকে। পরপর দুই বার মেয়েদের বিশ্বকাপ জেতা অ্যামেরিকা এখন ব্রোঞ্জের জন্য লড়বে।

হকিতে হার ভারতের

পুরুষদের হকিতে সেমিফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গেল ভারত। গতবারের রুপোজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই করেছে ভারত। একসময় তারা ২-১ গোলে এগিয়ে ছিল। শেষ পর্যন্ত ৫-২ গোলে জেতে বেলজিয়াম। ভারত এখন ব্রোঞ্জের জন্য লড়বে।

এই হারের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করে বলেছেন, ''হার-জিত খেলার অঙ্গ। পুরুষদের হকি দল অলিম্পিকে নিজেদের সেরাটা দিয়েছেন। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা রইল। ভারত তোমাদের জন্য গর্বিত।''

পুয়ের্তো রিকোর সোনা

অ্যাথলেটিক্সে এই প্রথমবার সোনা পেল পুয়ের্তো রিকো। মেয়েদের একশ মিটার হার্ডেলস জিতলেন জেসমিন ক্যামাচো কুইন। তিনি এর আগে অলিম্পিক রেকর্ডও করেছিলেন।

এক নম্বরে চীন

মেডেল তালিকায় এক নম্বরে আছেো চীন। তারা সব চেয়ে বেশি সোনা জিতেছে। দুইয়ে অ্যামেরিকা। তারা সংখ্যার দিক থেকে সব চেয়ে বেশি মেডেল পেয়েছে। কিন্তু চীনের থেকে সোনা কম পাওয়ায় তারা দ্বিতীয় স্থানে। তিন নম্বরে আয়োজক দেশ জাপান।

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, এএফপি)