অলিম্পিক: জ্যাভলিনে পাকিস্তানের সোনা, ভারতের রুপো
৯ আগস্ট ২০২৪আরশাদই প্রথম পাকিস্তানি ক্রীড়াবিদ, যিনি অলিম্পিকে কোনো ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। ১৯৯২ সালের পর আবার একটি অলিম্পিক পদক পেলো পাকিস্তান।
শুধু তাই নয় ৯২ দশমিক ৯৭ মিটার ছুড়ে জ্যাভলিনে অলিম্পিক রেকর্ডও করেছেন আরশাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ''আরশাদ গোটা দেশকে গর্বিত করেছে।''
'একসঙ্গে মিলে উৎসব করব'
সোনা জেতার পর আরশাদ ডিডাব্লিউকে বলেছেন, ''১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। এটা দেশের প্রতি আমার বিশেষ উপহার। যখন পাকিস্তানে ফিরব, আমরা সকলে মিলে এই জয় উদযাপন করব।''
আরশাদ বলেছেন, ''আমার হাত থেকে জ্যাভলিনটা যখন বেরোচ্ছে, তখনই মনে হয়েছিল, রেকর্ড থ্রো হতে পারে।''
তার দ্বিতীয় থ্রোতে এই কৃতিত্ব অর্জন করেন আরশাদ। অন্য কোনো প্রতিযোগী তাকে টপকাতে পারেননি।
নীরজ চোপড়ার রুপো
যোগ্যতাঅর্জন পর্বে এক নম্বরে ছিলেন নীরজ। চারবছর আগে টোকিওতে তিনি সোনা পেয়েছিলেন। কিন্তু নীরজ তার দ্বিতীয় থ্রো-তে ৮৯ দশমিক ৪৫ মিটার জ্যাভলিন ছোড়েন। তার বাকি পাঁচটি থ্রো ফাউল হয়। প্রথম থ্রোর পর তিনি পড়ে যান এবং পায়ে চোটও লাগে।
নীরজ বলেছেন, ''আমার পারফরম্যান্সে আমি খুশি নই। গত কয়েকবছর ধরে আমি চোট-আঘাতে ভুগছি। আমি কঠোর পরিশ্রম করেছি। চোট-আঘাত সারাতে ও টেকনিক নিয়ে আমায় আরো কাজ করতে হবে।''
নীরজ রুপো জেতার পর প্রধানমন্ত্রী মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ''অলিম্পিকে নীরজের আরেকটি সাফল্যে পুরো দেশ উচ্ছ্বসিত।''
নীরজ এর আগে অনেকবার আরশাদকে তার 'বন্ধু' বলে অভিহিত করেছেন। এবার বন্ধুর কাছেই হারতে হলো তাকে।
হকিতে ভারতের ব্রোঞ্জ
পুরুষদের হকিতে ব্রোঞ্জ পেলো ভারত। টোকিও অলিম্পিকেও ব্রোঞ্জ পেয়েছিল ভারতীয় পুরুষ হকি দল। এবারও পেল। স্পেনকে ২-১ গোলে হারালো ভারত। দুইটি গোলই করেন হরমনপ্রীত সিং। অসাধারণ খেলেন গোলকিপার শ্রীজেশ।
এই ম্যাচের পরই অবসরের কথা ঘোষণা করেছেন শ্রীজেশ। এই অলিম্পিকে সবচেয়ে বেশি সেভ করেছেন শ্রীজেশ। আর সবচেয়ে বেশি গোল দিয়েছেন হরমনপ্রীত।
ব্রো়ঞ্জ জয়ের পর হরমনপ্রীত বলেছেন, ''আমরা সোনা জিততে চেয়েছিলাম। কিন্তু জার্মানির কাছে হেরে গেলাম। আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।''
জার্মানি পুরুষদের হকিতে রুপো পেয়েছে। ফাইনালে তাদের হারতে হয়েছে নেদারল্যান্ডসের কাছে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)