কোলের শিশু নিয়ে আয়
সিলভিয়ার সন্তানের বয়স মাত্র কয়েক মাস৷ ছোট্ট বেবির দেখাশোনা করার পাশাপাশি সে খানিকটা অবসর পায়৷ আর এই সামান্য সময়টুকুই সে কাজে লাগায় ছোট-খাটো ঘর সাজানোর জিনিস তৈরি করে৷ পরে সেগুলি সিলভিয়া বিক্রি করে অনলাইনে৷ এরই মধ্যে কয়েকবার অর্ডারও পেয়েছে সে৷ সখ, টাকা, মানুষের সাথে যোগাযোগ – সবই হচ্ছে ঘরে বসেই৷ সিলভিয়ার মতে, ‘‘ইচ্ছে থাকলেই উপায় বের করা যায়৷’’