চার বছর পর আবার দাভোস বৈঠকে ভাষণ দিলেন শি জিনপিং৷ করোনার কারণে এবার ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বৈঠক ভার্চুয়াল হচ্ছে। সাতদিনের এই বৈঠকে শি জিনপিং হলেন অন্যতম প্রধান বক্তা৷ চীনের প্রেসিডেন্ট বলেন, করোনার পর বিশ্বের অনেক দেশের অর্থনীতি নড়বড়ে হয়ে গেছে। এনিয়ে অনেকের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট নয়। সকলের সহযোগিতায় বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব৷
শি বলেছেন, ‘‘নিজেদের ছোট গোষ্ঠী তৈরি করলে, নতুন ঠাণ্ডা যুদ্ধ শুরু করলে, অন্যদের ভয় দেখালে, হুমকি দিলে বা অন্যদের কথা খারিজ করে দিলে, বিশ্বে বিভাজন বাড়বে৷’’ চীনের প্রেসিডেন্ট কাকে লক্ষ্য করে বার্তা দিতে চেয়েছেন, সেটাও পরিস্কার। গত চার বছর ধরে অ্যামেরিকার সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় বারবার নানা বিষয়ে হুমকি দিয়েছেন। বাইডেন এখন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন। সেই সময় এই বার্তা দিলেন শি জিনপিং।
জাতিসংঘের মহাসচিব
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাঁর ভাষণে সকলকে সাবধান করে দিয়ে বলেছেন, বিশ্ব যে শুধু করোনা ও আর্থিক সংকটের মুখে পড়েছে তাই নয়, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্রের ক্ষেত্রে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। তার উপর ভূরাজনৈতিক বিভাজন বেড়েছে এবং পরমাণু ও রাসায়নিক নিরস্ত্রীকরণ নিয়েও সমস্যা দেখা দিয়েছে।
-
দাভোস সম্মেলনের এক ঝলক
আপোশের ডাক ম্যার্কেলের
দাভোস সম্মেলনে বৈশ্বিক আপোশের ডাক দিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক ভাগাভাগি বা বাদানুবাদের বিষয়ে পশ্চিমকে আপোশকামী হওয়ার আহ্বান জানান৷
-
দাভোস সম্মেলনের এক ঝলক
ট্রাম্প নেই
অচলাবস্থা চলার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত হননি৷ প্রতিনিধি পাঠানোর কথা থাকলেও পরে তা-ও পাঠাননি৷ সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷
-
দাভোস সম্মেলনের এক ঝলক
উপস্থাপক প্রিন্স উইলিয়াম
ব্রেক্সিট সংকটের কারণে টেরেসা মে-ও অংশ নেননি দাভোস সম্মেলনে৷ তবে উপস্থিত ছিলেন ব্রিটিশ রাজপুত্র ডিউক অব ক্যাম্ব্রিজ প্রিন্স উইলিয়াম৷ তিনি তিনটি সেশন সঞ্চালনাও করেন৷
-
দাভোস সম্মেলনের এক ঝলক
প্রতিবাদ অব্যাহত
বরাবরের মতো দাভোস সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষুব্ধ জনতার উপস্থিতি ছিল৷ তাঁরা বৈশ্বিক মন্দা, সন্ত্রাসবাদ, জলবায়ুসহ নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷ চার দিনের এই সম্মেলনের বাইরে বরফের মধ্যে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন অনেক সংগঠনের কর্মীরা৷
-
দাভোস সম্মেলনের এক ঝলক
কর্মী নিয়োগের সিক্রেট
দাভোস সম্মেলনে কর্মী নিয়োগের গোপন সূত্র প্রসঙ্গে বললেন সফল বাণিজ্যিক প্রতিষ্ঠান আলীবাবার প্রধান জ্যাক মা৷ তিনি বলেন, পাঁচ বছরের মধ্যে যাঁরা শীর্ষ কর্মকর্তা হওয়ার যোগ্যতা রাখেন, এমন কর্মীই নিয়োগ দেন তিনি৷ এটি তাঁর ব্যবসায়িক কৌশল৷
-
দাভোস সম্মেলনের এক ঝলক
আইএমএফ-এর সতর্কবার্তা
এবারের দাভোস বিশ্ব অর্থনৈতিক সম্মেলন শুরুই হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সতর্কবার্তা দিয়ে৷ ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা ও ‘নো ব্রেক্সিট ডিল’কে বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে আইএমএফ৷ এমনকি বিশ্বের সব দেশে চলমান অস্থিরতাও উল্লেখিত হয় আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন ল্যাগার্ডের বক্তব্যে৷
-
দাভোস সম্মেলনের এক ঝলক
আলোচিত বিল গেটস
দাভোস সম্মেলনের আগে দাতব্য সংস্থা অক্সফাম প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে আলোচনায় উঠে আসেন মাইক্রোসফটের বিল গেটস, অ্যামাজনের জেফ বেজোস, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক সাকারবার্গ৷ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের অর্ধেক গরিবের সম্পদের সমান সম্পদ আছে মাত্র ২৬ জন ধনীর হাতে৷ তবে নিজের সম্পত্তি নিয়ে নয়, বিশ্বের পরিবেশ ও জলবায়ু নিয়ে কথা বলেন বিল গেটস৷
গুতেরেস বলেছেন, ২০২১ সালে বিশ্বকে এই সব সমস্যার সমাধান করতে হবে। তিনি জানিয়েছেন, ''আমরা চাই, বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। কিন্তু দেশগুলি যেন জয়বায়ু পরিবর্তন ও সেই কারণে বিপর্যয়ের কথা মনে রাখে। আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কাজ করতে হবে।''
পুটিন বলবেন
রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন এই ভার্চুয়াল বৈঠকে ভাষণ দেবেন বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স। ২০০৯-এর পর পুটিন দাভোস বৈঠকে কখনো ভাষণ দেননি। সম্ভবত আগামী বুধবার তিনি বলবেন।
জিএইচ/এসজি (এপি, রয়টার্স, এএফপি)