অরুণ শঙ্কর চৌধুরী
আদতে ইংরিজি সাহিত্যের ছাত্র অরুণ শঙ্কর চৌধুরী ভারতের একটি মুখ্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও ভারত সরকারের দু’টি উচ্চপর্যায়ের চাকুরি ছাড়ার পর জার্মানিতে আসেন এবং ডয়চে ভেলের হয়ে কাজ শুরু করেন৷ সে ৩৫ বছর আগের ঘটনা৷
পড়া, লেখা এবং পোষ্য সারমেয়টিকে নিয়ে হাঁটতে যাওয়া আজও তার নেশা, যেমন এক হারিয়ে যাওয়া দেশের স্মৃতি আজও তাঁকে আকুল করে৷