1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ডয়চে ভেলের সাংবাদিক অমৃতা পারভেজ৷
অমৃতা পারভেজছবি: Philipp Böll/DW

অমৃতা পারভেজ

আগ্রহের জায়গা: সাংস্কৃতিক মেল-বন্ধন, বর্ণবিদ্বেষ, নারীদের সামাজিক এবং শারীরিক ট্যাবু৷

ডয়চে ভেলের বাংলা বিভাগের সাংবাদিক অমৃতা পারভেজ অন্বেষণ অনুষ্ঠানেরও একজন মডারেটর৷ নারী স্বাস্থ্য নিয়ে তার বিশেষ কিছু প্রতিবেদন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে৷

অমৃতা পারভেজের জন্ম বাংলাদেশের দিনাজপুর শহরে৷ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স করেছেন৷ ২০০৬ সালে সাংবাদিকতা শুরু করেন বাংলাভিশনে৷ এরপর মাছরাঙায়৷ সংবাদ উপস্থাপক, ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালক হিসেবে কাজ করেছেন সেখানে৷ ২০১৩ সালে ডয়চে ভেলেতে যোগ দেন এডিটর এবং অনুষ্ঠান উপস্থাপক হিসেবে৷ জার্মান ভাষা এবং ইউরোপ ভ্রমণ নিয়ে তিনি বই লিখেছেন যা বেশ সমাদৃত হয়েছে৷ 

স্কিপ নেক্সট সেকশন ফিচার প্রতিবেদনগুলো করেছেন অমৃতা পারভেজ
স্কিপ নেক্সট সেকশন প্রতিবেদন: অমৃতা পারভেজ

প্রতিবেদন: অমৃতা পারভেজ

আরো সংবাদ দেখান