অবৈধ অভিবাসীদের আস্তানায় হানা দিল ফ্রান্সের পুলিশ
২২ সেপ্টেম্বর ২০০৯এর আগে অবৈধ অভিবাসীদের এই আশ্রয়স্থলটি রক্ষায় মানববন্ধন তৈরি করে মানবাধিকার সংস্থাগুলো৷ কিন্তু সেই বন্ধন আমলে নেয়নি পুলিশ৷ ফ্রান্সের পুলিশ জানিয়েছে, তাদের লক্ষ্য অবৈধ মানব পাচার বন্ধ করা৷ তবে এই অভিযানের ফলে আশ্রয় হারানো অবৈধ অভিবাসীরা কোথায় যাবে তা জানায়নি পুলিশ৷
এক বিবৃতিতে মঙ্গলবার ফ্রান্সের অভিবাসন মন্ত্রণালয় জানায়, অবৈধ আশ্রয়স্থলটি ধ্বংস করা হবে এবং তারপরই তিনটি বুলডজার এবং ডজনখানের ট্রাক আশ্রয়স্থলটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়৷
ফ্রান্সের উত্তরে ক্যালে শহরের এই জঙ্গলটি অবৈধ অভিবাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল৷ ফ্রান্স থেকে অবৈধভাবে গ্রেট ব্রিটেনে প্রবেশের জন্য বিভিন্ন দেশের নাগরিকরা অবৈধভাবে এখানে জড়ো হতো৷ এরপর সময় সুযোগ বুঝে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে ঢুকে পড়তো তারা৷
তবে এবার বাধ সেধেছে গত জুলাইয়ে ফ্রান্স ও গ্রেট ব্রিটেনের মধ্যে অবৈধ অভিবাসী রোধের লক্ষ্যে করা একটি চুক্তি৷ চুক্তি অনুযায়ী ক্যালের জঙ্গলে অভিযান চালানোর কথা ফ্রান্সের৷ আর সেটা করায় সাধুবাদ জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালান জনসন৷
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক