1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবিস্মরণীয় এক দৌড়

১৬ মার্চ ২০১৮

সাচ্চা খেলোয়াড় শুধু পদক জিতেই হয় না, দেখাতে হয় স্পোর্টসম্যান স্পিরিট৷ তেমনই স্পিরিটের এক বিরল উদাহরণ তৈরি করেছিলেন ব্রিটিশ অ্যাথলিট ডেরেক রেডমন্ড৷ ১৯৯২ সালের অলিম্পিকে৷

https://p.dw.com/p/2uOvr
Derek Redmond Britischer Sportler
ডেরেক রেডমন্ডছবি: picture-alliance/PhotoShot

অলিম্পিক আসরে বহু ইতিহাস তৈরি হয়েছে, বহু ইতিহাস ভেঙেছে৷ বহু ঘটনা মানুষ মনে রেখেছেন, বহু কিছু ভুলেও গিয়েছেন৷ কিন্তু এমন ঘটনা বড় একটা দেখেননি কেউ৷ ব্রিটিশ অ্যাথলিট ডেরেক রেডমন্ডকে এখনো মনে রেখেছে খেলার বিশ্ব৷

নব্বইয়ের দশকের বিখ্যাত অ্যাথলিট ছিলেন রেডমন্ড৷ ৪০০ মিটার দৌড়ে তখন তাঁর ধারেকাছে কেউ ছিলেন না৷ বিভিন্ন আসরে সোনা জেতার পর ১৯৯২ সালের অলিম্পিকে অংশ নেন তিনি৷ সকলে ধরেই নিয়েছিলেন অঘটন না ঘটলে ডেরেকই স্বর্ণপদক পাবেন৷ কিন্তু দৌড় শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই হ্যামস্ট্রিংয়ে টান ধরে ডেরেকের৷ বসে পড়েন তিনি ট্র্যাকের ওপর৷ পদক জেতার স্বপ্ন ততক্ষণে হাতের বাইরে চলে গিয়েছে৷ যে কোনো খেলোয়াড়ের কাছেই এমন ঘটনা হৃদয়বিদারক৷ ট্র্যাকের ওপর খানিকক্ষণ বসে থাকেন ডেরেক৷ কেঁদে ফেলেন৷ তারপর দাঁড়ান৷ এক পায়েই দৌড়াতে শুরু করেন৷

খানিকক্ষণ পর দেখা যায় দর্শকাসন থেকে এক ভদ্রলোক নিরাপত্তরক্ষীদের সরিয়ে দৌড়ে আসছেন ডেরেকের দিকে৷ তিনি ডেরেকের বাবা৷ ছেলেকে সঙ্গে নিয়ে ফিনিশ লাইন পর্যন্ত তিনি যান৷ রেস শেষ করেন ডেরেক৷ গ্যালারিতে তখন ৬৫ হাজার দর্শক৷ প্রত্যেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্ভাষণ জানিয়েছিলেন বাবা-ছেলেকে৷

অলিম্পিক্ ইতিহাসে এখনো উজ্জ্বল সেই ঘটনা৷ এখনো সেই দৌড়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

এসজি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য