dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
ম্যালেরিয়া নির্মূল করতে কী কী উদ্যোগ নিচ্ছেন বিজ্ঞানীরা? জিনের কী কী প্রযুক্তি ব্যবহার করছেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল গত সপ্তাহের অন্বেষণ কুইজে৷
সঠিক উত্তর:বিজ্ঞানীরা তথাকথিত "জিন ড্রাইভ টেকনিক" নামের এক কৌশল নিয়ে কাজ করেছেন৷ এই প্রযুক্তি কাজে লাগিয়ে প্রজনন বন্ধ করা যায় এবং বর্তমানে নানা টুল সৃষ্টি করে মশা নিয়ন্ত্রণের উদ্যোগ চলছে, অর্থাৎ, এই পোকার প্রসার বন্ধ করা সম্ভব৷
সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী মাসুদ রানা, খাদিমপুর বাজার, পোস্ট: বহলবাড়িয়া-৭০৩০, জেলা: কুস্টিয়া, বাংলাদেশ৷
প্রিয় মাসুদ রানা, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে৷ তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন৷
সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷
ডয়চে ভেলে বাংলা বিভাগ