1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের চাওয়া

৯ আগস্ট ২০২৪

বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি আয়ের উৎস প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স৷

https://p.dw.com/p/4jIRM
নতুন নেতৃত্বের হাত ধরে কেমন বাংলাদেশ দেখতে চান- সেই বিষয়ে ডিডাব্লিউ কথা বলেছে কয়েকজন প্রবাসীর সঙ্গে৷
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের চাওয়াছবি: DW

দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলে বৃহস্পতিবার নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে৷ নতুন নেতৃত্বের হাত ধরে কেমন বাংলাদেশ দেখতে চান- সেই বিষয়ে ডিডাব্লিউ কথা বলেছে কয়েকজন প্রবাসীর সঙ্গে৷

লন্ডনে কর্মরত সাইবার-সিকিউরিটি অ্যানালিস্ট রূপক চৌধুরী প্রতীক বলেন, ‘‘এই সরকার যেন নীতি-নির্ধারণের সময় বিগত সরকারের ব‍্যর্থতাগুলো আমলে নিয়ে পরবর্তী কর্ম-পরিকল্পনা নির্ধারণ করে৷'' তার আশা, এই সরকার তরুণদের মেধা কাজে লাগিয়ে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যেখানে দেশের সর্বস্তরের মানুষের স্বার্থ সবসময় প্রাধান‍্য পাবে৷

জার্মানির বার্লিনে বসবাসরত সাবেক বিশ্ববিদ্যালয় প্রভাষক ড. উম্মে সালমা সুলতানা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার চাওয়া খুব স্পষ্ট৷ ‘‘বাংলাদেশে ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে সবাই যেন সমান অধিকার পায়৷ এই দেশে যেমন ধর্মপ্রাণ মানুষ আছেন, তেমনি নাস্তিকও আছেন, মুক্তমনা অনেক মানুষ আছেন৷ সমাজের সর্বস্তরের মানুষের জন্য আইন যেন সমান হয়৷ সবারই যেন নিজেকে প্রকাশ করার সামাজিক স্বাধীনতা থাকে,'' বলেন তিনি৷

সৌদি আরবের জেদ্দায় একটি বহুজাতিক কোম্পানির ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার আকিব উদ্দিন রাব্বি মনে করেন, প্রবাসীদের প্রতি দেশের  সরকার ও তার কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া উচিত৷ আকিব উদ্দিন জানান, ‘‘দেশের বাইরে বাংলাদেশের দূতাবাসগুলোর উচিত প্রবাসীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা৷ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত থাকলেও সেখানকার বাংলাদেশি দূতাবাসগুলো তাদের প্রয়োজনীয় সহায়তা না করে উল্টো আমাদের ভাইদের উপর দোষারোপ করেন৷ বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর চ্যানেলগুলো নিশ্চিত করা গেলে, রেমিট্যান্সের পরিমাণও তিন থেকে চারগুণ বেড়ে যাবে৷'' 

আকিব উদ্দিন বলেন, ‘‘সরকারের উচিত বিমান বাংলাদেশের সেবার মান উন্নয়ন ও ভাড়া সঠিকভাবে নির্ধারণ করা৷ তাহলে অন্যান্য বিমান সংস্থার বিমানে না যেয়ে প্রবাসীরা বিমান বাংলাদেশে যেতে উৎসাহিত হবে৷'' পাশাপাশি তিনি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং থেকে শুরু করে পদে পদে প্রবাসীদের যে ধরনের হয়রানি করা হয়, তা দ্রুত সমাধানের দাবি জানান৷   

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের পাবলিক হেলথ সার্ভিস বিভাগে কর্মরত মনীষা দে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ হবে বর্তমান অস্থিতিশীল অবস্থার উন্নতি করে দ্রুত আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করা৷ তিনি বলেন, ‘‘দেশে যেন সবাই নিরাপদ বোধ করতে পারে এবং আইন-শৃঙ্খলার অবনতি যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি৷ জনগণের আস্থা ফিরে পেতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে৷''

জার্মানির ইউনিভার্সিটি অফ কোলনের নর্থ অ্যামেরিকান স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত কাজী ইশরাত জাহান বিপাশা গুরুত্ব দেন মৌলিক অধিকার নিশ্চিতের উপর৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের মতো একটি ছোট দেশে যেখানে অনেক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, সেখানে মৌলিক অধিকার নিশ্চিত হওয়া জরুরি৷ সব স্তরের মানুষের সুচিকিৎসার ব্যবস্থা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হাতের নাগালে থাকলে তা মানুষকে অনেকটা স্বস্তি দিবে বলে আশা করি৷'' দেশের জনগণ যেন নিরাপদে রাস্তাঘাটে চলাচল করতে পারে তা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি৷