1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক অনুপম দেব কানুনজ্ঞ৷
অনুপম দেব কানুনজ্ঞছবি: Philipp Böll/DW

অনুপম দেব কানুনজ্ঞ

আগ্রহের বিষয়: অভিবাসী ও শরণার্থী, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, রাজনীতি, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক সম্পর্ক

অনুপম দেব কানুনজ্ঞ ২০১৮ সাল থেকে ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক হিসাবে কাজ করছেন। ডয়চে ভেলে অ্যাকাডেমির প্রশিক্ষক হিসাবে মোবাইল সাংবাদিকতা, পরিবেশ সাংবাদিকতাসহ সাংবাদিকতার নানা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি।

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস এর সাংবাদিক হিসাবেও কাজ করেন তিনি। ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

ইউরোপে অভিবাসন ইস্যুতে নিয়মিত সংবাদ প্রকাশের পাশাপাশি তিনি তৈরি করেছেন একাধিক তথ্যচিত্রও।

ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক হিসাবে যোগ দেয়ার আগে অনুপম দেব কানুনজ্ঞ কাজ করেছেন বাংলাদেশের ইনডিপেনডেন্ট টেলিভিশন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং নিউ এইজে৷

অনুপম বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য এবং ভাষাতত্ত্বে।

স্কিপ নেক্সট সেকশন ফিচার প্রতিবেদনগুলো করেছেন অনুপম দেব কানুনজ্ঞ

ফিচার প্রতিবেদনগুলো করেছেন অনুপম দেব কানুনজ্ঞ

স্কিপ নেক্সট সেকশন প্রতিবেদন: অনুপম দেব কানুনজ্ঞ

প্রতিবেদন: অনুপম দেব কানুনজ্ঞ

আরো সংবাদ দেখান