1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনভিজ্ঞতায় হাসির খোরাক!

২২ জুলাই ২০১৯

বিমানবন্দরে প্রথম অভিজ্ঞতাটা কি মনে আছে আপনার? ধোঁকা খেয়েছিলেন? আপনি পার পেলেও, ইস্তানবুল বিমানবন্দরে ধোঁকা খেয়েছেন এক নারী৷

https://p.dw.com/p/3MXLi
Boeing 737 der Turkish Airlines
ছবি: picture-alliance/dpa

জীবনের প্রথম আকাশ ভ্রমণ৷ একটু উত্তেজনা থাকতেই পারে! ইস্তানবুল এয়ারপোর্টে নিয়ম মেনে বুকিং কাউন্টারে এলেন তিনি৷ সংগ্রহ করলেন বোর্ডিং পাস৷ দেখলেন, তাঁর লাগেজ বেল্টে করে গন্তব্যে পাঠিয়েছেন ফ্লাইটের কর্মীরা৷ তিনিও ভেবে বসলেন, বিমানে উঠার বুঝি এটাই রাস্তা৷

আর দেরি কেন? সবার অলক্ষ্যে উঠে পড়লেন লাগেজ বেল্টে৷ বেচারি, উঠতে গিয়েই হোঁচট খেয়ে বসে পড়লেন৷

বুকিং কাউন্টারের লোকজন তড়িঘড়ি করে উদ্ধার করলেন ওই নারী যাত্রীকে৷ ঘটনাটি ধরা পড়ে বিমান বন্দরের সিসিটিভি ক্যামেরায়৷ পরে জানা গেল, তিনি জানতেন না বুকিং কাউন্টার থেকে ইমিগ্রেশনের দিকে যেতে হয়৷ কারণ, এটাই ছিল তার প্রথম বিমান ভ্রমণ৷

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই, ঝাঁপ দিলেন নেটিজেনরা৷ যাত্রী বেচারির তিক্ত অভিজ্ঞতা, নেটিজেনদের দিয়েছে হাসির খোরাক৷ লিখছেন মজার মজার সব মন্তব্য৷ এরমধ্যে লক্ষ লক্ষ বার দেখা হয়েছে এই ভিডিও৷

টিএম/কেএম (এনডিটিভি)