1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯ উইকেটে হারলো বাংলাদেশ

২৪ মার্চ ২০১০

এর আগে চট্টগ্রাম টেস্টও জিতে নেয় ইংল্যান্ড৷ বুধবার সাকিবের অর্ধশতকের সুবাদে দ্বিতীয় দফায় বাংলাদেশ রান তোলে ২৮৫৷ প্রথম দফায় বাংলাদেশের ৪১৯ রানের জবাবে ইংল্যান্ড করে ৪৯৬ রান৷ এর ফলে তারা ৭৭ রানে এগিয়ে যায়৷

https://p.dw.com/p/MarS

ঢাকা টেস্ট জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে বলতে গেলে হোয়াইট -ওয়াশ করেছে ইংল্যান্ড৷ লড়াই করেও ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ৷ বাংলাদেশের বেঁধে দেয়া ২০৯ রানের লক্ষ্যে পৌঁছায় ইংল্যান্ড মাত্র এক উইকেট হারিয়ে৷

এর আগে চট্টগ্রাম টেস্টও জিতে নেয় ইংল্যান্ড৷ বুধবার সাকিবের অর্ধশতকের সুবাদে দ্বিতীয় দফায় বাংলাদেশ রান তোলে ২৮৫৷ প্রথম দফায় বাংলাদেশের ৪১৯ রানের জবাবে ইংল্যান্ড করে ৪৯৬ রান৷ এর ফলে তারা ৭৭ রানে এগিয়ে যায়৷

ইংল্যান্ডের দলনায়ক আ্যালিস্টার কুকের অপরাজিত ১০৯ রানের ইনিংস-এ ছিল ১১টি চার৷ দশটি চারের সুবাদে ১৫১ বলে তিনি তার দ্বাদশ শতকে পৌঁছান৷ ইংল্যান্ডের আরেক অপরাজিত ব্যাটসম্যান কেভিন পিটারসেনও অর্ধশতক করেছেন৷ ৭৯ বলে তিনি ৭৪ রান করেন৷ তার মধ্যে ৯টি চার এবং দুটি ছক্কা৷

৬ উইকেটে ১৭২ রান নিয়ে মিরপুর শেরে-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টিডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ৷ আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান তার ২৫ রানের ইনিংসটি টেনে নিয়ে যান ৯৬-এ৷ তবে অল্পের জন্যে শতক থেকে বঞ্চিত হন তিনি৷

তবে বাংলাদেশ হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাকিব৷ আর সিরিজ সেরা হয়েছেন গ্রায়েম সোয়ান৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ -আল-ফারুক