1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি

১৪ ডিসেম্বর ২০১০

বাংলাদেশি জাহাজের জন্য মোটা অঙ্কের মুক্তিপণ দাবি, শহীদ বুদ্ধিজীবী দিবস, পোশাক শিল্পের অস্থিরতা, পৌরসভা নির্বাচনের অগ্রগতি, নরসিংদীর ট্রেন দুর্ঘটনার তদন্ত নিয়ে খবরগুলোই বিশেষভাবে তুলে ধরা হয়েছে আজকের পত্র-পত্রিকায়৷

https://p.dw.com/p/QXVs
এমভি, জাহান, মনি, বাংলাদেশ, জাহাজ, নাবিক, চলতি, ঘটনা, রাজনীতি, যুদ্ধ, শহীদ, বুদ্ধিজীবী, Bangladesh, Intellectual, Ship, Jahan. Moni, Politics, Day, War,
ফাইল ছবিছবি: DW

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনির ২৬ বাংলাদেশি নাবিকের মুক্তির জন্য ৬২ কোটি টাকা অর্থাৎ ৯০ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা৷ দৈনিক প্রথমআলো, যুগান্তর, নিউএইজসহ বেশ কিছু পত্র-পত্রিকায় বেশ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়েছে এই খবর৷ এতে বলা হয়েছে, এই মুক্তিপণের অর্থের অঙ্ক নিয়ে এখন সোমালিয়ার জলদস্যু এবং চট্টগ্রামের জাহাজ মালিকের মধ্যে আলোচনা চলছে৷ ৫ ডিসেম্বর আরব সাগরের ভারত উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি জাহান মনি৷ নাবিকদের স্বজন ও অন্যান্য সূত্রে জানা যায়, সোমালিয়ার জলদস্যুরা নিজেদের মোবাইল ফোন থেকে জাহাজের নাবিকদের বাংলাদেশে আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলার সুযোগ করে দিচ্ছে৷ তারা মুক্তিপণের অর্থ দ্রুত পৌঁছে দিতে তাঁদের মাধ্যমে স্বজনদের চাপ দিচ্ছে৷ জাহাজে ২৫ জন বাংলাদেশি নাবিক এবং জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রী আছেন৷ জলদস্যুদের কবলে পড়ার আট দিন পর রোববার প্রথম জাহাজের ক্যাপ্টেনকে মালিকের সঙ্গে দুই দফা কথা বলার সুযোগ দেওয়া হয়৷

পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ ডিসেম্বর৷ শহীদ বুদ্ধিজীবী দিবস৷ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষলগ্নে বাঙালি যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ১৯৭১ সালের আজকের দিনটিতে রাজাকার, আলবদর, আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের বর্বরোচিত হত্যাযজ্ঞে৷ বাংলা-ইংরেজি সব পত্র-পত্রিকাতেই আজ শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে একাধিক প্রতিবেদন স্থান পেয়েছে৷ শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা এখনও নিরুপণ করা সম্ভব হয়নি কেন এমন প্রশ্ন তোলা হয়েছে অনেক সংবাদ মাধ্যমে৷ তবে দৈনিক সমকাল বাংলা পিডিয়ার উদ্ধৃতি দিয়ে বলছে, শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী এবং ১৬ জন শিল্পী-সাহিত্যিক-প্রকৌশলী৷ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান বিস্তারিত কর্মসূচি পালন করছে৷

রাজশাহী এবং রংপুর বিভাগে ৭২টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিল

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সোমবার রাজশাহী এবং রংপুর বিভাগের ৭৩টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন৷ দৈনিক যুগান্তর, আমারদেশ, জনকণ্ঠ, নিউএইজ, সমকালসহ অধিকাংশ পত্রিকায় প্রথম পাতায় স্থান দিয়েছে পৌর নির্বাচনের অগ্রগতির খবরটি৷ খবরে বলা হয়েছে, রাজশাহী বিভাগের ৮ জেলায় ৪৮টি পৌরসভা এবং রংপুর বিভাগের ৮ জেলায় ২৫টি পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করা হয়৷ ৭২টি পৌরসভায় মোট মেয়র প্রার্থী ৫০৫ জন৷ এর মধ্যে রাজশাহী বিভাগে ৩৩৯ এবং রংপুর বিভাগে ১৬৬ জন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন৷ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা হয়েছে চার সহস্রাধিক৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য