1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৬১ তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে শিগগিরই

২ ফেব্রুয়ারি ২০১১

জার্মানিসহ ইউরোপে বলিউডের শাহেনশাহ একজনই – শাহরুখ খান৷ তবে আমজনতার কাছে৷ কিন্তু আমির খানের কদর রাজচক্রবর্তীর৷

https://p.dw.com/p/108mV
ছবি: dapd

বলিউডের তিনিই একমাত্র অভিনেতা, যিনি বারাক ওবামার মুম্বই সফরে নৈশভোজে নিমন্ত্রিত৷ ৬১তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমির খান অন্যতম জুরি তথা বিচারক৷

একালে কেউ দশানন নয়, দশ মস্তকে দশ জোড়া চোখ দিয়ে দশ দিনে ৩,২১৩টি ছবি দেখবে৷ প্রতিযোগিতা, প্যানোরমা, ফোরাম, স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি, ট্যালেন্ট ক্যাম্পাস,জার্মান ছবি, হোমেজ, রেট্রসপেকটিভ, কুলিনারি, ইউরোপিয়ান মার্কেটের ছবির এত সমারোহ, যে দর্শককে বাছতেই হয় কোনটা রেখে কোনটা দেখা জরুরি৷ ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ৬১ বার্লিন আন্তর্জিতিক চলচ্চিত্র উৎসব৷ মূল-প্রতিযোগিতা বিভাগে ১৬টি ছবি অন্তর্ভুক্ত৷ ভারত, চীন, জাপানের কোনো ছবি নেই৷ আছে কেবল এশিয়ার দক্ষিণ কোরিয়া, ইরানের৷ মূল-প্রতিযোগিতা বিভাগে সাতজন জুরির মধ্যে ইরানি পরিচালক জাফর পানাহি আসছেন না৷ ইরান সরকার তাঁকে কারাগারে আটকে রেখেছে৷ উৎসবের অধিকর্তা ডিটার কোসলিক সাক্ষাৎকারে বললেন, জাফর পানাহির জন্যে আমরা ১১ তারিখে মূল-উৎসব প্রেক্ষাগৃহের সামনে প্রতিবাদ, মিছিল করবো৷

উৎসবের প্রতিযোগিতা বিভাগে জুরি প্রধান মার্কিনি অভিনেত্রী ইজাবেলা রোজেলিনি৷ অন্যতম জুরি বলিউডের ব্লকবাস্টার অভিনেতা আমির খান৷ মূল-প্রতিযোগিতায় ভারতের কোনো ছবি না থাকলেও প্যানোরমা, ফোরাম, ট্যালেন্ট ক্যাম্পাসে থাকছে৷ কৌশিক মুখোপাধ্যায় পরিচালিত ‘গান্ডু' নামের বাংলা ছবি,প্যানোরমায়৷ পরিচালকসহ ছবির নায়ক জয়রাজ ভট্টাচার্য, নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত যোগ দিচ্ছেন উৎসবে৷

প্রতিবেদন: দাউদ হায়দার, বার্লিন

সম্পাদনা: সঞ্জীব বর্মন