1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

৫ এপ্রিল ২০২১

৫৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারীর সব তথ্য অনলাইনে ছেড়ে দিয়েছে হ্যাকাররা৷ এর ফলে বিশ্বের শতাধিক দেশের কোটি মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে৷

https://p.dw.com/p/3rak8
Symbolbild Facebook
ছবি: picture-alliance/dpa/F. Sommer

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ৫৩৩ মিলিয়ন বা ৫৩ কোটি ৩০ লাখ ব্যবহারকারীর পূর্ণ নাম, ই-মেইল ঠিকানা, ফোন নাম্বার থেকে শুরু করে প্রায় সব তথ্যই একটি হ্যাকিং ফোরামে প্রকাশ করে দেয়া হয়৷ সেখানে ১০৬ টি দেশের ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে বলে জানা গেছে৷ ৫৩ কোটি ৩০ লাখের মধ্যে তিন কোটি ২০ লাখ যুক্তরাষ্ট্রের, এক কোটি ১০ লাখ যুক্তরাজ্যের, ৬০ লাখ ভারতের এবং ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জন বাংলাদেশের৷

ফেসবুকের মুখপাত্র লিজ শেফার্ড ব্যবহারকারীদের যাবতীয় তথ্য ফাঁস হওয়ার খবর স্বীকার  করে বলেন, ‘‘তথ্যগুলো পুরোনো, ২০১৯ সালে বিষয়টি জানা যায়৷ ২০১৯ সালের আগস্টে বিষয়টি আমরা জানতে পারি এবং ব্যবস্থা নিই৷'' তবে তথ্য নিরাপত্তা এবং সাইবার অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, এক বছর আগের তথ্য হলেও হ্যাকাররা তা ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের ক্ষতি করতে পারে৷

এর আগেও অনেকবার ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে৷ ২০১৯ সালে বিশ্বের ২৬ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়৷ এর এক বছর আগে ব্রিটেনের রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহের অভিযোগ ওঠে৷

গোপনীয়তা রক্ষার নীতি লঙ্ঘনের অভিযোগে ফেসবুককে পাঁচ বিলিয়ন ডলার জরিমানাও করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)৷

এসিবি/কেএম (রয়টার্স, এপি, ডিপিএ)