1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৫০তম বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে

৩০ জুলাই ২০১০

জার্মানির মিউনিখে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে শ্যুটিং এর অন্যতম বড় আসর ৫০তম বিশ্ব শ্যুটিং প্রতিযোগিতা৷ বাংলাদেশ ভারত সহ সারা বিশ্বের ২ হাজার ৪০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিতে এখন জার্মানিতে৷

https://p.dw.com/p/OYDn
ছবি: picture-alliance/dpa

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জাক রজে আনুষ্ঠানিক ভাবে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে৷ আগামী ১১ই আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা৷

বাভারিয়ার এই রাজধানী শহরে অংশ নিচ্ছেন বাংলাদেশের সাত শ্যুটার৷ আশা, এরা ভালো করবেন এই বিশ্ব আসরে৷ এবারই এই প্রতিযোগিতায় প্রথমবারের মত অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিযোগীরা৷ বাংলাদেশ ত্যাগের আগে এমনটাই ঢাকার সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় শ্যুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু৷

তিনি জানান, কমনওয়েলথ ও দক্ষিণ এশিয় গেমসে স্বর্ণ এনে দেয়ার পর শ্যুটিং অলিম্পিক থেকেও স্বর্ণ এনে দিতে পারে এই প্রতিযোগীরা, এমন একটি ধারণা দেশের ক্রীড়ানুরাগীদের মধ্যে রয়েছে৷ আর ফেডারেশন নবীন শ্যুটার খুঁজে বের করতে দেশের বিভিন্ন জেলায় ৬০টি রাইফেল ও পাবলিক ক্লাবকে ১২০টি এয়ার রাইফেল দেবারও পরিকল্পনা করেছে৷ বিনামূল্যে দেয়া এ রাইফেলগুলোর দাম ৪০ লাখ টাকার ওপরে৷ ঠিক এই সময়ে ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে নবীন শ্যুটার বের করা৷ এই ট্যালেন্ট হান্ট কর্মসূচি সফল হলে জাতীয় পর্যায়ে শ্যুটিং-এর আসরে ধারাবাহিকতা বজায় থাকবে বলেও আশা তাঁর৷

জাতীয় দলের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি বলেন, জার্মানিতে উত্তীর্ণ হয়েই নিজেদের যোগ্যতায় ২০১২ সালে লন্ডন অলিম্পিকে অংশ নিতে চাই আমরা৷

ইশতিয়াক আহমদ বাবলু জানালেন, জার্মানি থেকে ঘুরে এসে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ইয়ুথ অলিম্পিকে অংশ নেবে চৌকস শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানা৷ এর পরপরই দিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে ১১ জন শ্যুটার অংশ নেবে৷ নভেম্বরে চীনের গুয়ানজোতে এশিয়ান গেমসে অংশ নেবে ১৫ শ্যুটার৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক