1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪৯তম টেস্ট সেঞ্চুরি হলোনা টেন্ডুলকারের

৩ অক্টোবর ২০১০

মাত্র দুই রানের জন্য ৪৯তম টেস্ট সেঞ্চুরি হলো না শচীন টেন্ডুলকরের৷ সেঞ্চুরি পেলেন না সুরেশ রায়নাও৷ তিনি করেছেন ৮৬ রান৷

https://p.dw.com/p/PTGp
শচীন টেন্ডুলকারছবি: picture-alliance/ dpa

৩৫৪ রানে ভারতের পাঁচ উইকেট পড়ার পর পুরো ইনিংস গুটিয়ে যায় ৪০৫ রানে৷ মানে আর মাত্র ৫১ রান যোগ করেই৷ ফলে অস্ট্রেলিয়ার করা প্রথম ইনিংস থেকে ২৩ রানে পিছিয়ে থাকতে হলো ভারতকে৷

এমনই সব উত্তেজনায় ভরা ছিল ভারত ও অস্ট্রেলিয়া মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিন৷ ভারতের মোহালিতে অনুষ্ঠিত হচ্ছে এই টেস্ট ম্যাচটি৷ এর আগে রাহুল দ্রাবিড় করেন ৭৭ রান আর বীরেন্দ্র শেবাগ ৫৯৷

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল জনসন পাঁচ উইকেট নেন৷ এছাড়া ইনিংসের শেষের দিকে ভারতের বিপর্যয়ে মূল ভূমিকা রাখেন তিনি৷ এসময় তারকা ব্যাটসম্যান ধোনিকে স্লিপে ক্যাচে পরিণত করেন জনসন৷ যদিও ওয়াটসনের নেয়া ক্যাচটি ঠিক ছিলনা কিনা সেটা নিয়ে বিতর্ক হতে পারে৷ এর পরের বলেই আউট করেন হরভজন সিং-কে৷ এরপর নেন আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট৷ যেটা ছিল সুরেশ রায়নার৷

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪২৮ রান৷ এর মধ্যে সেঞ্চুরি ছিল ওপেনার ওয়াটসনের৷ তিনি করেন ১২৬ রান৷ এছাড়া লোয়ার অর্ডার ব্যাটসম্যান পাইনে ৯২ ও অধিনায়ক রিকি পন্টিং করেন ৭১ রান৷ ভারতে পক্ষে জহির খান ৯৪ রান দিয়ে পাঁচ উইকেট নেন৷

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটি শুরু হবে ৯ অক্টোবর, ব্যাঙ্গালোরে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন