1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৩৫ ডলারে টাচ-স্ক্রিন ল্যাপটপ!

২৩ জুলাই ২০১০

মাত্র ৩৫ ডলারে টাচ-স্ক্রিন ল্যাপটপ! বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না করার কোন কারণ নেই৷ বিশ্বের সবচেয়ে সুলভমূল্য এই ল্যাপটপ নিয়ে শিগগির বাজারে আসতে যাচ্ছে ভারত৷

https://p.dw.com/p/OSHY
শীঘ্রই বাজারে আসছে এ ধরণের ল্যাপটপছবি: AP

ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিবাল ছাত্রছাত্রীদের জন্যে তৈরি করা স্বল্প মূল্যের কম্পিউটিং ডিভাইসের কথা প্রকাশ করে বলেছেন, এই কম্পিউটার তৈরি করার জন্যে তাঁর মন্ত্রণালয় ইতোমধ্যেই বিশ্বের বিভিন্ন কম্পিউটার প্রস্তুতকারকের সঙ্গে কথা বলা শুরু করেছে৷

শুক্রবার নতুনদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কম্পিউটারটির মাদারবোর্ড, চিপ, প্রসেসর এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থা সহ মেমারি ও ডিসপ্লে – সবকিছু নিয়ে দাম পড়বে প্রায় ৩৫ ডলার৷ তিনি বলেন, টাচস্ক্রিন ল্যাপটপটিতে ইন্টারনেট ব্রাউজার, পিডিএফ রিডার, এবং ভিডিও কনফারেন্সের সুবিধে রয়েছে৷ তবে কম্পিউটারটির হার্ডওয়ার এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী তাতে নতুন উপাদান সংযোজন করা যায়৷

সিবাল বলেন, লিনাক্স অপারেটিং সিস্টেম ভিত্তিক কম্পিউটিং ডিভাইসটি ২০১১ সাল নাগাদ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহার করা শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে৷ তবে কম্পিউটারটির মূল্য আরও কমিয়ে ২০ ডলার অথবা শেষ পর্যন্ত ১০ ডলার করার ল্ক্ষ্য রয়েছে৷

ডিভাইসটি উদ্ভাবন করেছেন ভারতের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স-এর গবেষকদল৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন