1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৭টি কমিউনিটি রেডিও আসছে বাংলাদেশে

৪ ফেব্রুয়ারি ২০১০

কমিউনিটি রেডিও নিয়ে বাংলাদেশে কথা হচ্ছিল অনেক দিন ধরেই৷ এনিয়ে সুশীল সমাজ আন্দোলনও করেছে৷ গত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এর দুয়ার উন্মুক্ত হয়৷ আর বর্তমান সরকার ক্ষমতায় এসে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়৷

https://p.dw.com/p/Lt04
২০০৮ সালে কমিউনিটি রেডিও নিয়ে একটি সারাদিনব্যাপী ওয়ার্কশপের আয়োজন করেছিল বিএনএনআরসিছবি: BNNRC

অবশেষে দু'শ আবেদনের মধ্য থেকে ২৭টি কমিউনিটি রেডিওকে নিরাপত্তা ছাড়পত্র দেয়া হয়েছে৷ তারা আগামি ৩ থেকে ৬ মাসের মধ্যে সম্প্রচারে যেতে পারবে৷ ডয়চেভেলেকে এতথ্য জানান সরকারের কমিউনিটি রেডিও বিষয়ক টেকনিক্যাল কমিটির অন্যতম সদস্য বজলুর রহমান৷ তিনি বলেন দেশের, উপকুলীয় এবং মঙ্গা পীড়িত এলাকায় এসব কমিউনিটি রেডিও স্থাপন করা হচ্ছে৷

বজলুর রহমান কমিউনিটি রেডিও আন্দোলনের সঙ্গেও জড়িত৷ তিনি জানান, নিজেদের জন্য প্রয়োজনীয় তথ্য ছাড়াও পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ব্যাপরে কমিউনিটিভুক্ত সাধারণ মানুষ তথ্য পাবেন৷ কমিউনিটি রেডিও স্টেশনগুলো স্থানীয় ভাষায় সংবাদ ও অনুষ্ঠান প্রচার করবে৷ আর স্থানীয় লোকজনই রেডিও ষ্টেশন পরিচালনা করবে৷

প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি কমিউনিটি রেডিও ষ্টেশনের অনুষ্ঠান ১৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শোনা যাবে৷ একটি ষ্টেশন স্থাপন করতে খরচ পড়বে ২০ থেকে ২৫ লাখ টাকা৷ বজলুর রহমান জানান, সরকারি ও স্থানীয় বিজ্ঞাপন দিয়েই কমিউনিটি রেডিওকে লাভজনক করা হবে৷ ঢাকায় ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য একটি ইনষ্টিউট প্রতিষ্ঠা করা হয়েছে৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক