1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৪ ঘণ্টা দাঁড়িয়ে ‘আইফোন ৪’ কিনে খুশি ঝংঘুই

২৫ সেপ্টেম্বর ২০১০

প্রিয় জিনিস কেনার জন্য মানুষ কত কিছুইনা করে৷ এই যেমন চীনের ইয়ু ঝংঘুই৷ তিনি অ্যাপলের ‘আইফোন ৪’ কেনার জন্য ২৪ ঘন্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন!

https://p.dw.com/p/PMg3
আইফোন ৪ছবি: AP

শনিবার থেকে চীনে পাওয়া যাচ্ছে আইফোন ৪৷ কিন্তু ঝংঘুই লাইনে দাঁড়ান শুক্রবার সকাল ৫টা থেকে৷ কিন্তু তারপরও খুশি তিনি৷ বললেন, ‘‘প্রথমে মনে করেছিলাম দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগবে৷ কিন্তু পরে দেখলাম আমার মত আরও অনেকেই আছে৷ শেষ পর্যন্ত বিষয়টা বেশ আনন্দের মতোই হয়েছে৷ অনেকটা পার্টির মতো৷''

ঝংঘুই-এর মতই আরেকজন হান জিওয়েন৷ মাত্র এক সপ্তাহ আগেই ৬০ ঘণ্টা দাঁড়িয়ে থেকে অ্যাপলেরই আইপ্যাড কিনেছেন তিনি৷

১৬ গিগাবাইটের একটি আইফোন ৪ সেটের দাম ধরা হয়েছে ৭৪৪ ডলার, যুক্তরাষ্ট্রের বাজারে যার মূল্য ১৯৯ ডলার৷ চারটি অ্যাপল স্টোর ছাড়াও চীনের দ্বিতীয় সর্বোচ্চ মোবাইল ফোন অপারেটর ‘চায়না ইউনিকম'-এর আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে আইফোন ৪৷

অ্যামেরিকা ও ইউরোপের বাজারে আইফোন ৪ এসেছে প্রায় তিনমাস আগে৷

বিশ্বে সবচেয়ে বেশি মোবাইল সেট বিক্রি হয় চীনে৷ কারণ সেখানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৮০০ মিলিয়ন৷

এদিকে আইফোন ৪ বিক্রি শুরুর পাশাপাশি বেইজিং ও সাংহাইতে আরও দুটি স্টোর খুলছে অ্যাপল৷ ফলে তাদের মোট স্টোরের সংখ্যা দাঁড়িয়েছে চার-এ৷ আগামী বছরের মধ্যে চীনে মোট ২৫টি স্টোর খোলার পরিকল্পনা করছে অ্যাপল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন