1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০২৫’এ ভারত হবে বিশ্বের জনবহুলতম রাষ্ট্র

৩০ ডিসেম্বর ২০১০

বিশ্বের জনবহুলতম রাষ্ট্র হিসেবে ভারত দু হাজার পঁচিশ সালে চীনকে ছাড়িয়ে যাবে৷ মার্কিন আদমশুমারি দফতর এই তথ্য জানিয়েছে৷ দফতরের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সে সময় ভারতের জনসংখ্যা হবে এক দশমিক তিন নয়, ছয় বিলিয়ন৷

https://p.dw.com/p/zrWp
India, children
২০২৫’এর মধ্যে ভারতের লোকসংখ্যা হবে ১.৩৬ বিলিয়নছবি: AP

চলতি সপ্তাহে প্রকাশিত সর্বশেষ মার্কিন আদমশুমারির এক পরিসংখ্যানে এ মর্মে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, দুই হাজার পঁচিশ সালের মধ্যে ভারতের লোকসংখ্যা হবে এক দশমিক তিন নয় ছয় বিলিয়ন৷ ছাড়িয়ে যাবে চীনকে৷ উল্লেখ্য যে, চীনের জন্মহার মোটামুটি স্বাভাবিক ভারতের তুলনায়৷

চীন ১৯৮০ সাল থেকে মহিলাদের মাত্র একটি সন্তান জন্মদানে অনুমতি দিচ্ছে বিতর্কিত এক নীতি অনুযায়ী৷ লক্ষ্য, দেশটির জনসংখ্যা স্থিতিশীল রাখা৷ চীনা মহিলারা যেখানে গড়ে এক দশমিক পাঁচটি সন্তানের জন্ম দিয়ে থাকেন সেখানে ভারতীয় মহিলারা জন্ম দিয়ে থাকেন গড়ে দুই দশমিক সাতটি সন্তান৷ তবে ভারতেও বর্তমানে জন্মহার হ্রাস পেয়েছে৷

Mumbai, Dharavi, population, india
জনসংখ্যার এ বৃদ্ধি দেশের প্রবৃদ্ধির ওপরও একটা প্রভাব ফেলছে বৈকি !ছবি: DW

জনসংখ্যাগত পরিবর্তন এশিয়ার দুই প্রধান অর্থনৈতিক শক্তি চীন ও ভারতের ওপর প্রভাব ফেলতে পারে৷ উল্লেখ্য যে, এই দুটি দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে সবচেয়ে দ্রুত হারে৷ তবে চীনে এই প্রবৃদ্ধির হার ভারতের চেয়ে বেশি৷

মার্কিন আদমশুমারি দফতরের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী পনেরো বছর বিশ্বের জনবহুলতম দেশগুলোর তালিকায় কোন পরিবর্তন ঘটবে না৷ অনেক ধনী রাষ্ট্রের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার বেশি - যদিও বিগত কয়েক দশকে দেশটিতে জন্মহার কিছুটা শ্লথ হয়েছে, তথাপি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের তৃতীয় জনবহুলতম রাষ্ট্র৷ এর পরের স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, বাংলাদেশ এবং নাইজিরিয়া৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক