1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবার জেমস বন্ড

১৫ জুলাই ২০১৩

ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ড কাল্পনিক চরিত্র হতে পারেন, কিন্তু তাঁকে একবার দেখে রুপালি পর্দায় তাঁর ভক্তদের মন ভরে না৷ তারা জানতে চায়, পরের ছবি কবে মুক্তি পাবে?

https://p.dw.com/p/197IV
Pierce Brosnan and wife Keely at the screening of 'Die Another Day' at the Shrine Auditorium in Los Angeles, Ca. Monday, Nov. 11, 2002. Photo by Kevin Winter/ImageDirect. ***NO INTERNATIONAL SALES BEFORE NOVEMBER 19, 2002.***
ছবি: Getty Images

বন্ড-ভক্তদের ক্ষোভের কারণ রয়েছে৷ তাঁদের প্রিয় চরিত্রকে নিয়ে আগের মতো আর এত ঘন-ঘন ছবি তৈরি হচ্ছে না৷ ২০১০ সালে এমজিএম স্টুডিও দেনার দায়ে যখন প্রায় বন্ধ হতে চলেছে, তখনও থেমে গিয়েছিল ‘স্কাইফল' ছবির কাজ৷ ২০১২ সালে ছবিটি মুক্তি পায়৷ বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল ব্রিটিশ ছবি হিসেবে সব রেকর্ড ভেঙে দিয়েছিল এই বন্ড ছবিটি৷ গোটা বিশ্বে বক্স অফিসে ১১০ কোটি ডলার ব্যবসা করেছিল ‘স্কাইফল'৷

***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über den Film verwendet werden*** DANIEL CRAIG ("James Bond") und BÈRÉNICE MARLOHE (Sévérine) in Sony Pictures' SKYFALL. © 2012 Sony Pictures Releasing GmbH
‘স্কাইফল'ছবি: 2012 Sony Pictures Releasing

এবার আর তেমন অনিশ্চয়তার আশঙ্কা নেই৷ ২০১৫ সালের শেষের দিকে মুক্তি পাবে ২৪তম বন্ড ছবি৷ ব্রিটেনে মুক্তির তারিখ স্থির করা হয়েছে ২৩শে অক্টোবর, অ্যামেরিকায় ৬ই নভেম্বর৷ আপাতত সেটিকে ‘বন্ড ২৪' বলা হচ্ছে৷

‘স্কাইফল'-এর পরিচালক স্যাম মেন্ডেস প্রথমে বলেছিলেন, তিনি আর বন্ড ছবি করবেন না৷ নাটকেই বেশি মন দেবেন৷ তবে তাঁর মত বদল করা গেছে৷ কারণ নাটকের কিছু কাজ শেষ করার সুযোগ পাবেন তিনি৷ ২০১৪ সালের জানুয়ারি মাসে লন্ডনের জাতীয় থিয়েটারে শেক্সপিয়ার-এর ‘কিং লিয়ার' মঞ্চস্থ করবেন মেন্ডেস৷ এই মুহূর্তে তিনি একটি মিউজিক্যাল থিয়েটার নিয়ে ব্যস্ত৷

ফিরছেন ড্যানিয়েল ক্রেগ-ও৷ ‘স্কাইফল' টিমের চিত্রনাট্য লেখক জন লোগান-ও এই প্রকল্পে থাকছেন৷ প্রযোজক মাইকেল জে উইলসন ও বারবারা ব্রকোলি তো থাকছেনই৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য