1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২০০ কোটি ভারতীয় টাকার চুক্তিতে আবদ্ধ হলেন ধোনি

১৩ জুলাই ২০১০

ভারতীয় ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিয়ে করলেন এই তো কয়েক দিন হলো৷ কেউ কেউ বলেন, বিয়ে অনেক সময় ভাগ্য বদলাতে সহায়তা করে৷ বোধহয় তাই! খবর এসেছে ধোনি নতুন একটি কোম্পানির সঙ্গে একটি চুক্তি করেছেন৷

https://p.dw.com/p/OI65
মহেন্দ্র সিং ধোনিছবি: AP

যে চুক্তির ফলে আগামী দুই বছরে ধোনি পাবেন ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকা! স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ‘রিথি'র হয়ে তিনি এই সময়ে নানা প্রচার অভিযানে অংশ নেবেন৷

এক সপ্তাহ আগে এই চুক্তিটি সম্পাদিত হলেও খবরটি আনুষ্ঠানিক ভাবে আজই প্রকাশ করা হলো৷ ভারতীয় ক্রিকেটের বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ৷

রিথি'র মহাপরিচালক সঞ্জয় পান্ডে বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘‘গত সপ্তাহে স্বাক্ষরিত চুক্তিটির বাস্তবায়ন শুরু হয়ে গেছে৷ ধোনি এখন থেকে আমাদের হয়ে কাজ করবেন৷''

ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ অর্থের এই চুক্তিটির ঠিক আগের রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক শচিন তেন্ডুলকরের, চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার, অবশ্য তিন বছরের জন্য৷ ২০০৬ সালে এই চুক্তিটি শচিনের সঙ্গে হয়েছিল একই ধরণের প্রতিষ্ঠান ‘ইকোনিক্স'এর৷

ধোনি বর্তমানে পেপসি, রিবক, এয়ারসেল, গোদরেজের অফিশিয়াল ব্র্যান্ড এ্যাম্বাসাডার৷ ফোর্বস ম্যাগাজিনের চালানো জরিপ অনুসারে ২৯ বছর বয়স্ক এই খেলোয়াড়ের বাৎসরিক আয় এক কোটি মার্কিন ডলার৷ আর শচিন তেন্ডুলকরের ঝুলিতে ফি বছর জমা হয় ৮০ লাখ ডলার৷ অপরদিকে যুবরাজ সিং ৫৫ লাখ ডলার, রাহুল দ্রাবিড় প্রতি বছর আয় করেন ৫০ লাখ ডলার৷

গত সপ্তাহেই ধোনি তাঁর জীবনসঙ্গী হিসাবে বেছে নেন বাল্যকালের বান্ধবী সাক্ষী সিং রাওয়াতকে৷ ভারতের দেরাদুন শহর থেকে ৪০ কিলোমিটার দূরে একটি খামার বাড়িতে অনেকটা গোপনেই হয় বাগদান উৎসব৷ পরে মুম্বইয়ে আয়োজন করা হয় বিয়ে পরবর্তী একটি অনুষ্ঠানের৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন